১১ উদ্যোক্তার পণ্য নিয়ে আসছে ‘ফিনারী’র অনলাইন মেলা ‘মঙ্গল হাট’

প্রতিদিনকার প্রয়োজনীয় খাদ্য, পোশাক, অলংকার, গৃহসজ্জা সামগ্রীসহ রকমারি পণ্যের পসরা নিয়ে অনলাইনে বসবে ‘মঙ্গল হাট’। আগ্রহী ক্রেতারা এই অনলাইন মেলায় একই সময়ে একই জায়গায় পাবেন সব ধরনের পণ্যের খোঁজখবর।

পোশাক, অলংকার এবং গৃহসজ্জা সামগ্রী নির্মাতা প্রতিষ্ঠান ‘ফিনারী’র আয়োজনে এই মেলা শুরু হবে ৭ জুলাই মঙ্গলবার সকাল ১০ টায়। চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত।

ফিনারীর স্বত্ত্বাধিকারী ড চিং চিং জানান, মেলাতে ১১টি উদ্যোক্তা প্রতিষ্ঠানের পণ্যসামগ্রী লাইভ সম্প্রচার করা হবে। এগুলোর সবই দেশীয় পণ্য। সকাল ১০টা থেকে শুরু হওয়া লাইভ সম্প্রচারে একেকজন বিক্রেতা আধ ঘন্টা করে তাদের পণ্যের সাথে ক্রেতাদের পরিচয় করিয়ে দেবেন। এখানে কোনো পণ্য পছন্দ হলে সাথে সাথে অর্ডার করা যাবে। থাকবে প্রি-অর্ডারের ব্যবস্থাও। ফিনারীর অফিসিয়াল ফেইসবুক পেইজের একটি ইভেন্ট থেকে থেকে লাইভ মেলাটি সম্প্রচার করা হবে।’

তিনি আরো জানান, এটি বাংলাদেশের প্রথম অনলাইন মেলা। এই মেলার মাধ্যমে উদ্যোক্তারা যেমন একত্রিত হয়ে ক্রেতাদের সাথে পরিচিত হতে পারবেন, তেমনি ক্রেতারাও একই মেলা থেকে তাদের প্রয়োজনীয় সামগ্রী কেনা বা পরবর্তীতে কেনার জন্যে পছন্দ করে রাখতে পারবেন।

ইভেন্টের লিংক: মঙ্গল হাট

শেয়ার করুন