বেসরকারি টেলিভিশনের অনুমোদনহীন টিআরপি পদ্ধতি গ্রহণযোগ্য নয়: তথ্যমন্ত্রী

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। ফাইল ফটো

বাংলাদেশে সরকার অনুমোদিত কোনো টেলিভিশন রেটিং পয়েন্ট (টিআরপি) নির্ধারণকারী প্রতিষ্ঠান না থাকায় এই পদ্ধতি গ্রহণযোগ্য নয়।

এমন মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।

২২ জুন সোমবার দুপুরে সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন ড. হাছান মাহমুদ।

মন্ত্রী আরও বলেন, দেশে অবৈধভাবে ব্যবসা করছে অনুমোদনহীন টিআরপি নির্ধারণকারী প্রতিষ্ঠান। এ বিষয়ে তাদের কাছে ব্যাখ্যা চাওয়া হবে বলেও জানান তথ্যমন্ত্রী।

শেয়ার করুন