বান্দরবানে কেএনএফ-এর আরো ৯ সদস্য অস্ত্রসহ গ্রেফতার

বান্দরবানের রুমা থেকে কেএনএফের ৯ সদস্যকে ৯টি অস্ত্র ও গোলাবারুদসহ গ্রেপ্তার করেছে যৌথবাহিনী। ছবি : আইএসপিআর

বান্দরবানে অস্ত্র ও গোলাবারুদসহ সশস্ত্র সংগঠন কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) আরও ৯ সদস্যকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী। ১৬ এপ্রিল মঙ্গলবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)-এর পক্ষ থেকে বিভিন্ন গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে এই তথ্য জানা গেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বান্দরবানের রুমা উপজেলার দুর্গম পাহাড়ি এলাকা থেকে সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠী কেএনএফের ৯ সদস্যকে ৯টি অস্ত্র ও গোলাবারুদসহ গ্রেপ্তার করেছে যৌথবাহিনী।

এর আগে বান্দরবানের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৬৩ জনকে গ্রেপ্তার করা হয়েছিল। এ নিয়ে মোট গ্রেপ্তার হয়েছে ৭২ জন।

প্রসঙ্গত, ২ এপ্রিল রাত সাড়ে আটটার দিকে প্রথমে রুমা উপজেলার সোনালী ব্যাংকে হানা দেন অস্ত্রধারীরা। তারা পুলিশ ও আনসার সদস্যদের কাছ থেকে ১৪টি অস্ত্র ও ৪১৫টি গুলি লুট করে নিয়ে যান। ব্যাংকের ম্যানেজার নেজাম উদ্দিনকে অপহরণের ৪৮ ঘণ্টা পর রুমা সদরে ছেড়ে দেওয়া হয়। সেখান থেকে র‍্যাব তাকে উদ্ধার করে। এর পরদিন থানচি উপজেলায় সোনালী ও কৃষি ব্যাংকের দু’টি শাখা থেকে সাড়ে ১৭ লাখ টাকা লুট করে অস্ত্রধারীরা। এসব ঘটনায় রুমা ও থানচি থানায় ৯টি মামলা হয়েছে। নারী-পুরুষ মিলিয়ে মোট গ্রেফতার ৭২ জন।

শেয়ার করুন