বান্দরবানে রুমা উপজেলায় সেনাবাহিনী-জেএসএস গোলাগুলিতে এক সেনাসহ নিহত ৪

বান্দরবানের রুমা উপজেলায় ২ ফেব্রুয়ারি বুধবার রাতে সেনা অভিযানে উদ্ধারকৃত অস্ত্রশস্ত্র। ছবি: আইএসপিআর

বান্দরবানের রুমা উপজেলার সেনাবাহিনীর সাথে জেএসএস সদস্যদের গোলাগুলিতে এক সেনা সদস্যসহ ৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও এক সেনা সদস্য। এ সময় সন্ত্রাসীদের আস্তানা থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও সামরিক সরাঞ্জাম উদ্ধার করা হয়েছে।

নিহত সেনা কর্মকর্তার নাম মো. হাবিবুর রহমান। তি‌নি রুমা জোন (২৮) রাইংখ্যং লেক আর্মি ক্যাম্পের সি‌নিয়র ওয়া‌রেন্ট অফিসার ছিলেন। আহত অপর সেনা সদস্যের নাম মো. ফি‌রোজ। তবে নিহত জেএসএস কর্মীদের নাম এখনও জানা যায়নি।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানায়, ২ ফেব্রুয়ারি বুধবার রাত সাড়ে দশটার দিকে রুমার ব‌থিপাড়া এলাকায় এ ঘটনা ঘ‌টে। অভিযানে সন্ত্রাসীদের ব্যবহৃত ১টি এসএমজি, ২৭৫ রাউন্ড তাজা গুলি, ৩টি এমোনিশন ম্যাগাজিন, ৩টি গাদা বন্দুক, গাদা বন্দুকের ৫ রাউন্ড গুলি, ৪ জোড়া ইউনিফর্ম এবং নগদ ৫২ হাজার ৯০০ টাকা জব্দ করা হয়।

আইএসপিআর আরও জানায়, জেএসএস-এর একটি দল বথিপাড়া ও আশপাশের এলাকায় চাঁদাবাজি করতে আসবে, এমন খবর পেয়ে সেনাবাহিনীর টহল দল সেখানে যায়। এ সময় একটি জুম ঘর থেকে সেনা সদস্যদের ওপর গুলিবর্ষণ শুরু করে সন্ত্রাসীরা। এতে টহলে নেতৃত্ব দানকারী সিনিয়র ওয়ারেন্ট অফিসার হাবিবুর রহমান গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান। সৈনিক ফিরোজ ডান পায়ে গুলিবিদ্ধ হন। সেনা সদস্যরা পাল্টা গুলি ছুঁড়লে জেএসএস-এর তিন কর্মী ঘটনাস্থলে প্রাণ হারান।

তবে নিহত জেএসএস সদস্যদের নাম-ঠিকানা জানা যায়নি। আহত সেনা সদস্যকে রুমা থেকে চট্টগ্রাম সম্মিলিত সামরিক হাসপাতালে নেয়া হয়েছে।    

ঘটনার পর বথিপাড়া এবং আশপাশের এলাকাগুলোতে নিরাপত্তা জোরদার করেছে সেনাবাহিনী।

শেয়ার করুন