করোনার বিরতির পর শান্তিরক্ষা মিশনে গেলো সেনাবাহিনীর ১৩১ সদস্যের দল

করোনাভাইরাসের কারণে বিরতির পর জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে যোগ দিতে সেনাবাহিনীর ১৩১ সদস্যের দল মালির উদ্দেশ্যে যাত্রা করেছে। ৮ জুলাই বুধবার সন্ধ্যায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ইথিওপিয়ান এয়ারলাইন্সের একটি ফ্লাইটে মিশনের প্রথম রোটেশন ফ্লাইটটি মালির উদ্দেশ্যে যাত্রা করে।  

দলটিতে সেনাবাহিনীর তিনটি কন্টিনজেন্টের ২৯ জন অফিসার, ১০ জন জেসিও এবং ৯২ জন সেনা সদস্যসহ মোট ১৩১ জন যাত্রা করে। সমগ্র বিশ্বে চলমান করোনাভাইরাস মহামারীর কারণে গত চার মাস যাবৎ অন্যান্য শান্তিরক্ষী প্রেরণকারী দেশের মত বাংলাদেশি শান্তিরক্ষীদের রোটেশন কার্যক্রমও স্থগিত ছিল। 

এমন পরিস্থিতিতে জাতিসংঘ ডিসেম্বর ২০২০ পর্যন্ত একটি নির্দেশিকা প্রদান করে। ওই নির্দেশনা অনুসারে চলমান সীমাবদ্ধতা অতিক্রম করে আবারো নিয়মিত রোটেশন শুরু হল বাংলাদেশ সেনাবাহিনীর। চলতি জুলাই ও আগস্টে আরো সেনা সদস্য শান্তিরক্ষা মিশনে যোগ দিতে মালির উদ্দেশ্য যাত্রা করবে।

একই সাথে আগামী ১০, ১৫ এবং ১৮ জুলাই ২০২০ তারিখে ৫৫৩ জন এবং আগস্ট মাসের প্রথম দুই সপ্তাহে ৩টি ফ্লাইটে ৬২৭ জনসহ মোট ১১৮০ জন শান্তিরক্ষী মালিতে ১ বছর ৩ মাস শান্তিরক্ষা কার্যক্রম সম্পন্ন করে দেশে প্রত্যাবর্তন করবে।

শেয়ার করুন