বান্দরবানের শিশু শিক্ষার্থীদের মাঝে সেনা রিজিয়নের শিক্ষাসামগ্রী বিতরণ

বান্দরবানের চিম্বুক এলাকার শিশু শিক্ষার্থীদের মাঝে শিক্ষাসামগ্রী ও শীতবস্ত্র বিতরণে ব্রিগেডিয়ার জেনারেল গোলাম মহিউদ্দিন আহম্মেদ।

বান্দরবানের চিম্বুক এলাকায় শিক্ষার্থীদের মাঝে শিক্ষাসামগ্রী ও শীতবস্ত্র বিতরণ করেছে বান্দরবান সেনা রিজিয়ন। বৃহস্পতিবার ৮ ফেব্রুয়ারি সকালে ৬৯ পদাতিক ব্রিগেডের আয়োজনে ৯৪ জন শিক্ষার্থীর মাঝে চিম্বুক পাড়া প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এই শিক্ষা সামগ্রী ও শীতবস্ত্র প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব শিক্ষাসামগ্রী ও শীতবস্ত্র বিতরণ করেন বান্দরবানের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল গোলাম মহিউদ্দিন আহম্মেদ।

এ সময় তিনি বলেন, সকল শিশুদের প্রতি আমাদের প্রত্যেকের সুনজর দেয়া উচিত। সকলের সহযোগিতা থাকলে তারা আরও ভাল জীবনযাপন করতে পারবে। তিনি আরো বলেন, বাংলাদেশ সেনাবাহিনী সকল জনগণের জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে। পাশাপাশি অবহেলিত ও অসহায় শিশুদের মান উন্নয়নে শিক্ষা উপকরণ ছাড়াও শীত বস্ত্র এবং অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করছে। আমাদের এ ধারা আগামীতেও অব্যাহত থাকবে।

এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) মোঃ ইকবাল, জোন কমান্ডার এ. এস.এম মাহমুদুল হাসান, ৬৯ পদাতিক ব্রিগেডের ভারপ্রাপ্ত জিএসও টু (ইন্ট) ক্যাপ্টেন মোঃ আব্দুল মান্নান’সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ ।

অনুষ্ঠানে ৯৪ জন শিশু শিক্ষার্থীর মাঝে শীতবস্ত্র ও শিক্ষা উপকরণ প্রদান করা হয় ।

শেয়ার করুন