তিন জেলার পৌনে চার হাজার বন্যাদুর্গত পরিবারকে সহায়তা দিচ্ছে কারিতাস

বান্দরবানে বন্যায় ক্ষতিগ্রস্থ পরিবারের মধ্যে কারিতাস এর পক্ষ থেকে ত্রাণ বিতরণ করছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং। ছবি- কারিতাস

আগস্টের প্রথম সপ্তাহের বন্যায় ক্ষতিগ্রস্থ পৌনে চার হাজার পরিবারকে সহায়তা দেবার কাজ শুরু করেছে উন্নয়ন সংস্থা কারিতাস। এ কার্যক্রমের অংশ হিসেবে বান্দরবানের ১৫০ পরিবারকে নগদ টাকা এবং উপকরণ বিতরণ করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং।

৩১ আগষ্ট বৃহষ্পতিবার সকালে বান্দরবান সদর ইউনিয়ন পরিষদ চত্বর থেকে ক্ষতিগ্রস্থ পরিবারের সদস্যদের হাতে এসব সহায়তা তুলে দেওয়া হয়। এর মধ্যে রয়েছে খাদ্য ও পানীয়, পোশাক, আশ্রয়ের উপকরণ, জ্বালানী, রান্নার পাত্র, ওষুধ এবং নগদ ৫,৫০০ টাকা।

ত্রাণ বিতরণ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কারিতাস বাংলাদেশ চট্টগ্রাম অঞ্চলের আঞ্চলিক পরিচালক মার্সেল রতন গুদা। বান্দরবান সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অংচহ্লা মারমার সভাপতিত্বে এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন মোহাম্মদ কাজী রায়হান কাজেমী, জেলা প্রশাসনের সিনিয়র সহকারি কমিশনার অরুন রতন সিংহ, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, বান্দরবান জেলা ইউনিটের সেক্রেটারি অমল কান্তি দাশ, হিউম্যানিট্যারিয়ান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মংমং সিং প্রমুখ।

বিতরণের পূর্বে সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠানে মন্ত্রী বীর বাহাদুর বলেন, স্মরণকালের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্থদের জন্য সরকারের পাশাপাশি কারিতাস বাংলাদেশের এই উদ্যোগ প্রশংসিত। কারিতাস প্রতিটি দুর্যোগে বান্দরবানবাসীর পাশে দাঁড়িয়েছে বহু বছর ধরে। তিনি অন্যান্য সংস্থাকেও দুর্গতদের সেবায় এগিয়ে আসার আহ্বান জানান।

কারিতাস বাংলাদেশ, চট্টগ্রাম অঞ্চলের ব্যবস্থাপনায় এবং স্টার্ট ফান্ড বাংলাদেশের মাধ্যমে যুক্তরাজ্য, নেদারল্যান্ডস্, জার্সি ওভারসিজ এইড এবং সিআরএস-এর আর্থিক সহায়তায় এসব উপকরণ বিতরণ করা হচ্ছে। বান্দরবানে এ কার্যক্রমের সহযোগী হিসেবে কাজ করছে স্থানীয় উন্নয়ন সংস্থা হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশন এবং রাঙামাটিতে আশিকা।

কারিতাস, বাংলাদেশ এর কর্মকর্তা প্রিয়াংকা নাগ জানান, সহায়তার আওতায় স্বাস্থ্যবিধি উপকরণ ওয়াশ কিটস্ প্যাকেজ হিসেবে ১টি ঢাকনাসহ প্লাস্টিক বালতি (২০ লিটার), ২টি জরিক্যান (৫ লিটার), ৪টি গোসলের সাবান (১০০ গ্রাম), ৪টি কাপড় ধোয়ার সাবান (১২৫ গ্রাম), ৪টি পুনঃব্যবহারযোগ্য সুতির কাপড় (স্যানিট্যারি ন্যাপকিন), ১টি প্লাস্টিক মগ (১.৫ লিটার), ১২ প্যাকেট ওরস্যালাইন (এসএমসি), ২ বোতল খাবার পানি (২ লিটার) এবং ১টি করে মাঝারি আকৃতির নেইল কাটার প্রদান করা হয়।

তিনি জানান, পর্যায়ক্রমে বান্দরবান জেলাসহ নির্বাচিত এলাকায় মোট ৩,৭৫০ পরিবারকে নগদ অর্থ সহায়তা ও উপকরণ বিতরণ করা হবে।

শেয়ার করুন