পারমাণু অস্ত্র ক্লাবের সদস্য কারা

বিশ্বে পরমাণু অস্ত্রধারী দেশের সংখ্যা হাতে গোনা। নতুন সদস্য উত্তর কোরিয়াকে নিয়ে ছোট্ট এই ক্লাবের সদস্য সংখ্যা মাত্র ৯। তবে সারা বিশ্বে যত পরমাণু অস্ত্র রয়েছে, এর প্রায় ৯০ শতাংশই যুক্তরাষ্ট্র ও রাশিয়ার নিয়ন্ত্রণে। এসব অস্ত্রের ভয়াবহ ধ্বংসাত্মক ক্ষমতার কারণে দি ইন্টারন্যাশনাল কোয়ালিশটন টু অ্যাবোলিশ নিউক্লিয়ার উইপেন্স (আইসিএএন) এগুলোর বিরুদ্ধে আন্দোলন করে আসছে। এ আন্দোলন এখনো সফলতা না পেলেও দশকব্যাপী প্রচারের ফসল হিসেবে ২০১৭ সালে শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছে সংগঠনটি।

ফেডারেশন অব আমেরিকান সায়েন্টিস্টের পরিসংখ্যান অনুযায়ী, বিশ্বে ১৫ হাজারের মতো পরমাণু অস্ত্র রয়েছে। এর মধ্যে প্রায় চার হাজার অস্ত্র মোতায়েন করা রয়েছে এবং তা ব্যবহারের জন্য প্রস্তুত।

ব্যাপক সংখ্যায় অস্ত্র প্রস্তুত এবং মোতায়েন করা হলেও এ পর্যন্ত শুধু যুক্তরাষ্ট্রই এটি ব্যবহার করেছে। ১৯৪৫ সালের ৬ ও ৯ আগস্ট জাপানোর হিরোশিমায় ও নাগাসাকিতে তারা পরমাণু বোমা ফেলেছিল। ব্যাপক ধ্বংস ক্ষমতার এই বোমার আঘাতে যথাক্রমে এক লাখ ৪০ হাজার ও ৭০ হাজার মানুষের মৃত্যু হয়।

১৯৭০ সালে পরমাণু বিস্তার নিয়ন্ত্রণ চুক্তির (এনপিটি) পর যুক্তরাষ্ট্র, রাশিয়া, ফ্রান্স, ব্রিটেন ও চীন অন্য দেশে পরমাণু অস্ত্রের প্রযুক্তি বিক্রি বা হস্তান্তর না করার ব্যাপারে সম্মত হয়।
একই সঙ্গে মোট ১৯১টি দেশ পরমাণু অস্ত্র কর্মসূচি এগিয়ে না নেওয়ার ব্যাপারে চুক্তি করে। এনপিটির পরও চারটি দেশ ভারত, পাকিস্তান, ইসরায়েল ও উত্তর কোরিয়া তাদের পরমাণু অস্ত্রের সামর্থ্য উন্নয়ন করে। এই চারটি দেশ অবশ্য এনপিটিতে সই করেনি। সূত্র : এএফপি।

শেয়ার করুন