নিজেদের তৈরি করোনার টিকা ব্যবহার শুরু করলো ইরান

করোনাভাইরাস মোকাবেলায় নিজেদের তৈরি টিকার ব্যবহার শুরু করেছে ইরান। টিকাটির নাম দেয়া হয়েছে কোভ-ইরান বারেকাত।

দেশটির স্বাস্থ্যমন্ত্রী সায়ীদ নামাকি আরাক সোমবার ইউনিভার্সিটি অব মেডিক্যাল সায়েন্স- এ আয়োজিত এক অনুষ্ঠানে এ ঘোষণা দেন। তিনি জানান, আগামী সপ্তাহ থেকে ইরান এবং কিউবার যৌথভাবে তৈরি পাস্তুর টিকা ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছে।

তিনি আরো জানান, কিউবার টিকা ব্যবহারের অনুমতি দেওয়ার পর রাজি এবং ফাখরা টিকা ব্যবহারের তালিকায় আনা হবে।

রাজি ভ্যাকসিন হচ্ছে ইরানে উৎপাদিত করোনা-বিরোধী দ্বিতীয় ভ্যাকসিন যা ইরানের রাজি ও সিরাম রিসার্চ ইনস্টিটিউট যৌথভাবে উৎপাদন করেছে।

এছাড়া, ইরানের ফাখরা ভ্যাকসিন উৎপাদন করেছে দেশের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের গবেষণা কেন্দ্র। পরমাণু বিজ্ঞানী মোহসেন ফাখরিজাদে এই প্রতিষ্ঠানের প্রধান ছিলেন।

মন্ত্রী জানান, শরৎকালের মধ্যেই ইরানের সমস্ত জনগণকে ভ্যাকসিনের আওতায় আনার পরিকল্পনা নিয়েছে সরকার। ভ্যাকসিনটি তৈরি করতে সবচেয়ে কম খরচ হচ্ছে এবং এর পার্শপ্রতিক্রিয়া খুবই কম।

শেয়ার করুন