রাশিয়া সফরে সৌদি রাজা সালমানের স্বর্ণের সিঁড়িটি ভেঙ্গে গেছে!

বিদেশে ব্যবসায়িক সফরে গেলে পাসপোর্ট, বিদেশি মুদ্রা এবং একটি ল্যাপটপই সাধারণত সবচেয়ে জরুরি বিষয় আপনার কাছে। কিন্তু আপনি যদি হন সৌদি আরবের রাজা তাহলে এর সঙ্গে আরো থাকবে ১ হাজার ৫০০ স্টাফ, ফার্নিচার, কার্পেট, ১ হাজার ৮০০ পাউন্ড খাবার। এবং একটি স্বর্নের সিঁড়ি!

গত বুধবার সৌদি আরবের রাজা সালমান তিন দিনের এক সফরে রাশিয়ায় গেলে তার সঙ্গে এসব আইটেম ছিল বলেই জানা যায়। এই প্রথমবারের মতো কোনো সৌদি রাজা রাশিয়া সফরে গেলেন।

ব্লুমবার্গ জানায়, সৌদি রাজার লট-বহর এত বিশাল ছিল যে তাকে পুরো দুটি ফাইভ স্টার হোটেল ভাড়া করতে হয়েছিল।

ফলে রাশিয়ার রাজধানী মস্কোর ক্রেমলিনের রিটজ কার্লটন এবং ফোর সিজনস হোটেল দুটিকে তাদের সব বুকিং বাতিল করতে হয়েছে। এমনকি হোটেলের স্থায়ী বাসিন্দাদেরকেও সরিয়ে নিতে হয়েছে সৌদি রাজার সঙ্গে থাকা লোকদের থাকার জায়গা দিতে গিয়ে। যার হোটেল বিল বাবদ সৌদি রাজা খরচ করেছেন ৩ মিলিয়ন ডলার বা ২৪ কোটি ৬৫ লাখ ২৫ হাজার টাকা।

এর আগের এক বিদেশ সফরে সৌদি রাজার সঙ্গে ২৫ জন যুবরাজ এবং ১২৫ জন রাধুনী ছিল।

এবারও বেশ কয়েকজন প্রিন্স ছিলেন। যারা হোটেলের স্টাফদের জায়গায় নিজেদের স্টাফদের নিযুক্ত করেছেন, যেন নিজ ঘরের মতোই চাইবা মাত্র কফিটিও পাওয়া যায়।

এছাড়া রাজার জন্য হোটেলের ফার্নিচার ও কার্পেটের জায়গায় নিজেদের আনা জিনিসপত্র স্থাপন করা হয়। যাতে রাজার জন্য সর্বোচ্চ আরাম নিশ্চিত করা যায়।

আর পুরো তিন দিন একটি বিমানে করে সৌদি আরবের রাজধানী রিয়াদ থেকে প্রয়োজনীয় পণ্য-সামগ্রী আনা-নেওয়া করা হয়েছে। এসবের মধ্যে ছিল প্রচুর ফল ও হালাল মাংস। যাতে রাজা ও তার প্রতিনিধিরা ঠিকঠাক মতো খেতে পারেন।

চলতি বছরের শুরুর দিকে ইন্দোনেশিয়া সফরে সৌদি রাজা নিজের সঙ্গে ৬০০টি মার্সিডিজ বেঞ্জ গাড়ি নিয়ে গিয়েছিলেন। এছাড়া ছিল ৪৫৯ টন লাগেজ।

তবে রাশিয়া সফরে সবকিছু পরিকল্পনা মতো এগোয়নি। যেমন মস্কো পৌঁছে বিমান থেকে নামার সময় সৌদি রাজার ব্যক্তিগত স্বর্ণের সিঁড়িটি ভেঙ্গে গেছে।

বিমান থেকে নামার সময় স্বয়ংক্রিয় সিঁড়িটি হঠাৎ করেই থেমে যায়। এরপর কয়েক মুহূর্ত অপেক্ষা করার পর রাজা বুঝতে পারলেন সিড়িটি ভেঙ্গে গেছে এবং আরামপ্রিয় রাজা নিজে নিজেই নেমে আসলেন।

এই সফরে রাশিয়ার সঙ্গে সৌদি আরবের রাজা এস-৪০০ মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থা এবং অন্যান্য মিলিটারি হার্ডওয়্যার কেনার জন্য ৩০০ কোটি মার্কিন ডলারের চুক্তি করেছেন। আর পেট্রোকেমিকেল খাতে আরো ২০০ কোটি ডলারের চুক্তি করেছেন।

সৌদি রাজা বিশ্বের রাজাদের মধ্যে শীর্ষ ধনী হলেও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তার চেয়েও বেশি ধনী। যেখানে সৌদি রাজার সম্পদের পরিমাণ ১৭ বিলিয়ন ডলার। সেখানে ধারণা করা হয় যে, ভ্লামিদির পুতিনের সম্পদের পরিমাণ ৮০ বিলিয়ন ডলার। যদিও ভ্লাদিমির পুতিন প্রকাশ্যে তা কখনো স্বীকার করেননি।

সূত্র: ডেইলি মেইল

শেয়ার করুন