ডা. জাফরুল্লাহ চৌধুরী করোনামুক্ত হয়েছেন: গণস্বাস্থ্য কেন্দ্র

গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী। ফাইল ফটো

গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা মুক্তিযোদ্ধা ডা. জাফরুল্লাহ চৌধুরীর শরীরে শুক্রবারের পরীক্ষায় করোনাভাইরাস নেগেটিভ রিপোর্ট পাওয়া গেছে।

গণস্বাস্থ্য কেন্দ্রের গবেষক ড. বিজন কুমার শীল জানান, গণস্বাস্থ্য কেন্দ্র উদ্ভাবিত এন্টিজেন কিট দিয়ে পরীক্ষায় তার শরীরে করোনাভাইরাসের উপস্থিতি পাওয়া যায়নি।

তিনি আরো বলেন, ‘আমরা অ্যান্টিজেন ও অ্যান্টিবডি কিট দিয়ে ডা. জাফরুল্লাহর নমুনা পরীক্ষা করেছি। পরীক্ষার ফলাফলে নিশ্চিতভাবেই বলা যায় তিনি করোনামুক্ত। তার শরীরে যথেষ্ট এন্টিবডিও তৈরি হয়েছে। তবে তাকে আরো কয়েকদিন হাসপাতালে পর্যবেক্ষণে রাখা হবে।’

গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিকেল কলেজের উপাধ্যক্ষ ডা. মহিবুল্লাহ খন্দকার বলেন, পরীক্ষায় ডা. জাফরুল্লাহর শরীরে যথেষ্ট পরিমাণে অ্যান্টিবডির উপস্থিতি দেখা গেছে। শনিবার সারাদিন তিনি স্বাভাবিকভাবে শ্বাস-প্রশ্বাস নিয়েছেন। তার শরীরে সারাদিন অক্সিজেন স্যাচুরেশনের মাত্রা ছিলো ৯৫%।

শেয়ার করুন