ক্রমাগত লোকসানে বন্ধ হয়ে গেলো বুকশপ ক্যাফে ‘দীপনপুর’

রাজধানীর কাঁটাবনে বুকশপ ক্যাফে দীপনপুর। সংগৃহীত ছবি

ক্রমাগত লোকসানের ধাক্কা সইতে না পেরে অবশেষে বন্ধ হয়ে গেলো বুকশপ ক্যাফে দীপনপুর। রাজধানীর কাঁটাবনে অবস্থিত এই প্রতিষ্ঠানটি গত তিন বছর ধরে লোকসান গুনে আসছিলো।

করোনাভাইরাসের মহামারীতে সেই লোকসানের ধাক্কাই স্থায়ীভাবে বন্ধ করে দিলো প্রতিষ্ঠানটি।

দীপনপুরের ব্যবস্থাপনা পরিচালক আকিবুল ইসলাম আকিব শনিবার জানান, বইয়ের প্রতি মানুষের আগ্রহ খুবই কমে গেছে। গত তিন বছর ধরে আমরা লোকসানে চালাচ্ছিলাম। করোনার প্রাদুর্ভাবে প্রতিষ্ঠানটি আর টিকিয়ে রাখা গেলোনা।

২০১৭ সালে যাত্রা শুরু করে বুকশপ ক্যাফে দীপনপুর। প্রকাশক ফয়সাল আরেফিন দীপনের ৪৫তম জন্মদিন ছিলো সেটি।

২০১৫ সালের ৩১ অক্টোবর শাহবাগের আজিজ সুপারমার্কেটে জাগৃতি প্রকাশনীর কার্যালয়ে সন্ত্রাসী হামলায় নিহত হন প্রকাশক দীপন।

দীপনের মৃত্যুর পর তার স্ত্রী ডা. রাজিয়া রহমান এই বুকশপ ক্যাফেটি চালু করেন। চালুর পর থেকেই সৃজনশীল পড়ুয়া মানুষদের আনানোগার কেন্দ্রস্থল হয়ে ওঠে ক্যাফেটি। তবে ব্যয় অনুযায়ী আশানুরূপ ব্যবসা না হওয়ায় প্রতিষ্ঠানটি স্থায়ীভাবে বন্ধ করে দেওয়া হলো।

শেয়ার করুন