কর্মহীনরা ব্যাংক হিসাব খুলতে পারবে মাত্র ১০ টাকায়

বাংলাদেশ ব্যাংক। ফাইল ছবি

কর্মহীনরা মাত্র ১০ টাকায় ব্যাংক হিসাব খুলতে পারবেন । এর মাধ্যমে তারা সরকারের নগদ অর্থ সহায়তা নিতে পারবেন। সোমবার এক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্ত জানায় বাংলাদেশ ব্যাংক। করোনাভাইরাসের কারণে এমন সুবিধার বিবেচনা করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, করোনায় ক্ষতিগ্রস্ত ৫০ লাখ পরিবারের মধ্যে সরকারের নগদ অর্থ সহায়তা এমএফএস প্রতিষ্ঠানের মাধ্যমে বিতরণের কথা ছিল। কিন্তু অনেকের মোবাইল না থাকায় তারা হিসাব খুলতে পারছেন না। তাই, জাতীয় পরিচয়পত্র বা স্মার্টকার্ডের তথ্যের ভিত্তিতে তারা ১০ টাকা আমানতের হিসাব খুলতে পারবেন। তবে, এতে উপজেলা নির্বাহী কর্মকর্তার প্রত্যয়ন লাগবে। চেক বই না থাকলে ডেবিট ভাউচারের মাধ্যমে উপকারভোগীদের অর্থ দেওয়ার ব্যবস্থা করা হবে।

কোনো উপকারভোগীর আগে থেকে ব্যাংক হিসাব থাকলে তার নতুন করে হিসাব খোলার প্রয়োজন নেই বলে জানায় বাংলাদেশ ব্যাংক।

শেয়ার করুন