কুমারখালীতে পদ্মায় নৌকাডুবি, ৪ শ্রমিক নিখোঁজ

কুমারখালীতে নৌকাডুবি। ছবি: গুগল ম্যাপ থেকে

কুষ্টিয়ার কুমারখালীর পদ্মায় নৌকাডুবি হয়েছে। এ ঘটনায় আরও নয়জন শ্রমিক সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও চারজন শ্রমিক নিখোঁজ রয়েছেন। মঙ্গলবার সকালে কুমারখালীর চরসাদিপুর এলাকায় এ নৌকা ডুবির ঘটনা ঘটে। নিখোঁজ শ্রমিকরা কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার অন্তর্গত গোলাপনগর, জামালপুর ও বাহাদুরপুর গ্রামের বাসিন্দা।

কুষ্টিয়া ফায়ার সার্ভিস সূত্র জানায়, সকাল ১০ টার দিকে ১৩ জন শ্রমিকসহ ইঞ্জিনচালিত একটি নৌকা পদ্মা নদী পাড়ি দিয়ে কুমারখালী অভিমুখে আসছিল। এসময় বৈরী আবহাওয়া এবং প্রবল ঢেউ ও স্রোতের টানে নৌকাডুবির ঘটনা ঘটে।

খবর পেয়ে পাবনা ও কুমরাখালী ফায়ার স্টেশনের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করেন। তবে ভরা বর্ষায় নদীতে প্রচন্ড ঢেউ ও তীব্র বেগে পানি প্রবাহের কারণে উদ্ধার তৎপরতা ব্যাহত হচ্ছে।

এদিকে নিখোঁজদের উদ্ধারে রাজশাহীর ডুবুরি টিমকে খবর দেয়া হয়েছে। কিন্তু এরিপোর্ট লেখা পর্যন্ত ফায়ার সার্ভিসের সদস্যরা নিখোঁজদের উদ্ধার করেতে পারেনি।

কুষ্টিয়া ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার আলী সাজ্জাদ ঘটনার সত্যতা স্বীকার করে জানান, উদ্ধার তৎপরতা চলছে। খুলনা থেকে ডুবুরি দল পৌঁছানোর পর সমন্বিতভাবে জোর উদ্ধার কাজ শুরু হবে বলে তিনি জানান।

কুমারখালী উপজেলার নির্বাহী অফিসার রাজিবুল ইসলাম খান জানান, নিখাঁজদের উদ্ধারের বিষয়টি অতি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।

শেয়ার করুন