করোনায় সুস্থ হয়ে ওঠা মানুষের সংখ্যাও কম নয়, দেখুন পরিসংখ্যান

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যার সাথে সাথে সুস্থ হয়ে ওঠা মানুষের সংখ্যাও কম নয়। স্বাস্থ্য, পরিবেশ, জনসংখ্যা, অর্থনীতিসহ বিভিন্ন বিষয়ের পরিসংখ্যান নিয়ে গবেষণা ও বিশ্লেষণ করে এমন একটি সংস্থা ’ওয়ার্ল্ডোমিটার’-এর তথ্যমতে, ১৫ এপ্রিল পর্যন্ত সারা বিশ্বে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ২০ লাখ ৭৭৯ জন।

আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ব্যক্তিদের মধ্যে বর্তমানে মারাত্মক অসুস্থ অবস্থায় আছেন মাত্র ৪ শতাংশ মানুষ। বাকি ৯৬ শতাংশ মানুষের মধ্যে মৃদু সংক্রমণ রয়েছে।

১৫ এপ্রিল ২০২০-এ প্রাপ্ত তথ্য

এর মধ্যে পুরো বিশ্বে মারা গেছেন ১ লাখ ২৬ হাজার ৭৭৬ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ৪ লাখ ৮৪ হাজার ৮৩১ জন। ১৩ লাখ ৮৯ হাজার ১৭২ জন মানুষ এখনো চিকিৎসাধীন আছেন।

বাংলাদেশে ১৫ এপ্রিল দুপুর পর্যন্ত মোট আক্রান্ত হয়েছেন ১ হাজার ১২ জন। এর মধ্যে মারা গেছেন ৪৬ জন, সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ৪২ জন, চিকিৎসাধীন আছেন ৯২৪ জন।

শেয়ার করুন