বিনামূল্যে টেলিমেডিসিন সেবা চালু করেছে বান্দরবান মেডিকেল স্টুডেন্টস এসোসিয়েশন

জরুরি পরিস্থিতিতে ঘরে বসেই চিকিৎসা নিশ্চিত করতে বিনামূল্যে টেলিমেডিসিন সেবা চালু করেছে বান্দরবানের মেডিকেল শিক্ষার্থীদের একটি সংগঠন। ‘বান্দরবান মেডিকেল স্টুডেন্টস এসোসিয়েশন’ নামের এই সংগঠনটির উদ্যোগে টেলিফোনে জরুরি চিকিৎসা দেয়া হচ্ছে।

সংগঠনের সভাপতি ডা. বেনজির জাহাঙ্গীর নুয়েল জানান, ‘বিভিন্ন জায়গায় আমাদের চিকিৎসকদের ফোন নাম্বারগুলো প্রচার করা হচ্ছে। এর মধ্যে অনেকেই ফোনে সেবা নিয়েছেন। মেসেঞ্জারে অনেকগুলো চিকিৎসার অনুরোধ এসেছে এবং আমরা তাদেরকে প্রেসক্রিপশনও দিয়েছি।’

সাধারণ সম্পাদক ডা. নাজমুস সাকিব চৌধুরী জানান, ‘আমাদের সংগঠনের চিকিৎসকরা দেশের বিভিন্ন জায়গায় কর্মরত আছেন। তারা অন্যান্য অঞ্চলের লোকজনকেও টেলিফোনে সেবা দিয়ে যাচ্ছেন। বান্দরবানবাসীর মধ্যেও কেউ যদি রোগাক্রান্ত হন এবং টেলিফোনে পরামর্শ চান, আমরা সেটার জন্যে প্রস্তুত আছি। করোনাভাইরাস দুর্যোগ যতদিন থাকবে, আমাদের টেলিমেডিসিন সেবাও ততদিন চালু থাকবে।’

বিনামূল্যে টেলিমেডিসিন সেবা পেতে নিম্নোক্ত নাম্বারগুলোতে ফোন করতে বলা হয়েছে সংগঠনটির পক্ষ থেকে।

০১. ডাঃ মোঃ নজরুল ইসলাম
নাক-কান-গলা বিশেষজ্ঞ
ফোন : 01717996393

০২. ডা. আব্দুল হক সজীব
ফোন : 01798552033

০৩. ডা. মোহাম্মদ আরিফুল ইসলাম
ফোন : 01830576564

০৪. ডা. মোহাম্মদ সাজ্জাদুল আমিন চৌধুরী
ফোন : 01634919350

০৫. ডা. এস. এম. হাবিবুর রহমান সাগর
ফোন : 01521205095

০৬. ডা. মুমিনুল ইসলাম মুমিন
ফোন : 01845833350

০৭. ডা. সাগর দে
ফোন : 01303486901

০৮. ডা. ইমতিয়াজ উদ্দিন মানিক
ফোন : 01834685373

০৯. ডা. বেনজির জাহাঙ্গীর নুয়েল, সভাপতি (BMSA)
ফোনঃ 01732912456

১০. ডা. নাজমুস সাকিব চৌধুরী, সাধারণ সম্পাদক (BMSA)
ফোনঃ 01775198712

শেয়ার করুন