সুলতানা কামালকে হত্যার হুমকি: নেপথ্যে কারা?

বাংলাদেশের মানবাধিকারকর্মী ও আইনজীবি সুলতানা কামাল। ছবি: সংগৃহীত।

মানবাধিকারকর্মী এডভোকেট সুলতানা কামালকে হত্যার হুমকি দেয়া হয়েছে। শনিবার দুপুর ১২টায় এ বিষয়ে রাজধানীর ধানমন্ডি থানায় একটি সাধারণ ডায়রী করেছেন সুলতানা কামাল।

ধানমণ্ডি থানার ওসি লতিফুর রহমান শেখ জানান, সাধারণ ডায়রীতে সুলতানা কামাল অভিযোগ করেছেন, আন্তর্জাতিক জঙ্গি সমর্থিত অনলাইন পত্রিকা লোনউলফে তাকে কীভাবে হত্যা করা হবে তা প্রকাশ করা হয়েছে। এর পরিপ্রেক্ষিতে আইনানুগ ব্যবস্থা নিতে তিনি পুলিশের কাছে সাধারণ ডায়রীটি করেছেন। ধানমন্ডি থানার ডায়রী নাম্বার ১৭১।

ওসি লতিফুর রহমান আরো জানান, জিডির পর সুলতানা কামালের নিরাপত্তা জোরদার ও তাঁর বাড়িতে পুলিশ মোতায়েন করা হয়েছে।

অনলাইন পত্রিকা লোনউলফ তাদের এক সংবাদে জানিয়েছে, সুলতানা কামালসহ বাংলাদেশের কয়েকজন বিশিষ্ট ব্যক্তিকে ইসলামের স্বার্থে হত্যা করা হবে। তবে কে বা কারা হত্যা করবে, সে বিষয়ে পত্রিকাটির সংবাদে ষ্পষ্ট কিছু জানানো হয়নি।

শেয়ার করুন