সুনামগঞ্জে ডা. প্রিয়াংকা তালুকদারের হত্যার প্রতিবাদে মানববন্ধন

সুনামগঞ্জে ডা. প্রিয়াংকা হত্যার প্রতিবাদ ও সুষ্ঠু তদন্তের দাবিতে মানববন্ধন করে খেলাঘর জামালগঞ্জ।

সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় ডা. প্রিয়াংকা তালুকদার শান্তা হত্যার প্রতিবাদ ও সুষ্ঠু তদন্তের প্রতিবাদে ঘন্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ গেইটের সামনে খেলাঘর জামালগঞ্জের আয়োজনে এ মানবন্ধন অনুষ্ঠিত হয়।

উপজেলা খেলাঘরের আহবায়ক আলী আক্কাছ মুরাদের সভাপতিত্বে ও খেলাঘরের সদস্য সচিব বাদল কৃষ্ণ দাসের পরিচালনায় অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন সাংবাদিক ফোরাম সভাপতি মোঃ ওয়ালী উল্লাহ সরকার, প্রেসক্লাব সভাপতি অঞ্জন পুরকায়স্থ, সাচ্না রামকৃষ্ণ সেবাশ্রমের সাধারণ সম্পাদক অনন্ত পাল, উপজেলা যুব মহিলা লীগের সভাপতি শাহানা আল আজাদ, উপজেলা কৃষক লীগের আহবায়ক আলী আমজাদ, শিক্ষক তমাল তালুকদার, ফনারবাঁক ইউপি সচিব অজিত কুমার রায়সাচ্না, বাজার ইউপি সচিব প্রদীপ রায়, জামালগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সাফিজ উদ্দিন, সাংবাদিক ও কলামিস্ট বিশ্বজিত রায়, পল্লী চিকিৎসক নূপুর রানী সেন, উপজেলা খেলাঘরের সদস্য এম আল আমীন, শিক্ষিকা পারভীন আক্তার, শিক্ষিকা মুক্তা রাণী দাস, কবি পঙ্কজ শীল ছাড়াও এলাকার সুশীল সমাজ, শিক্ষক প্রতিনিধিসহ গণমাধ্যম কর্মীবৃন্দ।

এ সময় বক্তাগণ ডা. প্রিয়াংকা হত্যার প্রতিবাদ জানিয়ে বলেন, অতি দ্রুত তদন্ত সম্পন্ন করে খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তির নিশ্চয়তা দিতে হবে। এভাবে যেন আর কোনো নারী নির্যাতনের শিকার হয়ে মৃত্যুবরণ না করে সে ব্যাপারে সকলকে সজাগ থাকতে হবে।

শেয়ার করুন