খাগড়াছড়িতে পৌরসভার উদ্যোগে ভিজিএফের চাউল বিতরণ

খাগড়াছড়িতে ঈদুল ফিতর উপলক্ষে দরিদ্র জনগণকে পৌরসভার পক্ষ থেকে ভিজিএফ চাউল বিতরণ করা হয়।

খাগড়াছড়ি ঈদুল ফিতর উপলক্ষে প্রায় ৪ হাজার ৬শ’ ২১ জনের মধ্যে ভিজিএফ-এর চাউল বিতরণ করা হয়েছে। বুধবার সকালে খাগড়াছড়ি পৌরসভার উদ্যোগে ঈদগাহ মাঠে এ চাউল দেওয়া হয়। ভিজিএফ চাউল বিতরণের আনুষ্ঠানিক উদ্বোধন করেন খাগড়াছড়ি পৌর মেয়র মোঃ রফিকুল আলম।

সেখানে পৌরসভার ৯টি ওয়ার্ডের দুস্থ জনগণের মধ্যে জনপ্রতি জনপ্রতি ১৫ কেজি করে চাউল প্রদান করা হয়। চাউল পেয়ে হাজেরা বেগম, লাবলী, অনিতা রাণীসহ অনেকেই বলেন, ঈদের আনন্দ সবাই ভাগাভাগি করে নিলাম। এটা পেয়ে আমরা অনেক আনন্দিত।

এ সময় খাগড়াছড়ি দুর্যোগ ও ত্রাণ মন্ত্রনালয়ের কর্মকর্তা মো: বাহার উল্ল্যাহ, খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক দিদারুল আলম দিদার, আওয়ামী লীগ নেতা জাহেদুল আলম, পৌর সচিব পারভীন আক্তার খন্দকার, কাউন্সিলর অতিশ চাকমাসহ জেলার বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন