সর্বস্তরে ‘জয় বাংলা’ স্লোগান চালু করা উচিত: হাইকোর্টের অভিমত

এ বছর ১৬ ডিসেম্বর বিজয় দিবসের দিন থেকে প্রতিটি বিশেষ দিবসে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় থেকে সর্বস্তরে ‘জয় বাংলা’ স্লোগান চালু করা উচিত বলে অভিমত দিয়েছেন হাইকোর্ট।

এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে জারি করা রুলের শুনানিকালে মঙ্গলবার এমন অভিমত দেন বিচারপতি এফআরএম নাজমুল আহাসান ও বিচারপতি কে এম কামরুল কাদেরের যুগ্ম-বেঞ্চ।

একই সঙ্গে এ বিষয়ে পরবর্তী শুনানির জন্য আগামী ১৪ জানুয়ারি দিন ধার্য করেছে আদালত।

রিটের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী ইউসুফ হোসেন হুমায়ুন, আবদুল মতিন খসরু প্রমুখ।

এর আগে ২০১৭ সালে জয় বাংলাকে জাতীয় স্লোগান হিসেবে ঘোষণার নির্দেশনা চেয়ে আইনজীবী ড. বশির আহমেদ হাইকোর্টে রিট দায়ের করেন।

ওই রিটের শুনানি নিয়ে ২০১৭ সালের ৪ ডিসেম্বর ‘জয় বাংলা’কে কেন জাতীয় স্লোগান হিসেবে ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছিল হাইকোর্ট।

শেয়ার করুন