রোববার রাতে বৃষ্টি হতে পারে, কমবে তাপমাত্রা

বান্দরবান-থানচি সড়কের চিম্বুক এলাকার প্রতীকি ছবি।

রোববার সন্ধ্যা থেকে ঢাকাসহ অন্যান্য বিভাগের কিছু কিছু জায়গায় হালকা বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এছাড়া তাপমাত্রাও কিছুটা কমার সম্ভাবনা বলে জানানো হয়েছে।

পূর্বাভাসে বলা হয়, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা, রাজশাহী, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ী দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টিও হতে পারে।

এছাড়া টাঙ্গাইল, ফরিদপুর, গোপালগঞ্জ, নোয়াখালী রাজশাহী ও পাবনা অঞ্চলসহ খুলনা বিভাগের ওপর দিয়ে যে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা কিছু কিছু জায়গায় প্রশমিত হতে পারে।

সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং রাতের তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে।

শনিবার রাজশাহীতে দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৩৮.৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। রোববার সিলেটে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৩.৩ ডিগ্রি সেলসিয়াস।

পরবর্তী তিন দিনের (৭২ ঘণ্টা) আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, এই সময়ে তাপমাত্রা আরও কিছুটা কমতে পারে। তবে খুব উল্লেখযোগ্য হারে তা কমবে না। তীব্র গরমে খুব একটা স্বস্তিও আশা করা যাচ্ছেনা শীঘ্রই।

শেয়ার করুন