ভারত, পাকিস্তান, ইন্দোনেশিয়া, জাপানে বুধবার ঈদ

ভারতের একটি ঈদ জামাতের ছবি। Getty Images

ভারতে আগামীকাল বুধবার পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে। দিল্লীর শাহী জামে মসজিদের ইমাম সায়েদ আহমেদ বুখারী সেই দেশের কেন্দ্রীয় চাঁদ দেখা কমিটির বৈঠক শেষে রাতে এ ঘোষণা দেন। তিনি বলেন ‘আজ চাঁদ দেখা গেছে। অর্থাৎবুধবার দিল্লী এবং দেশের অন্যান্য অঞ্চলে ঈদুল ফিতর উদযাপিত হবে। খবর টাইমস অফ ইন্ডিয়ার।

পাকিস্তানেও মঙ্গলবার সন্ধ্যায় শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। করাচীতে দেশটির কেন্দ্রীয় চাঁদ দেখা কমিটির সভাপতি মুফতী মুনীব-উর-রেহমান পাকিস্তানের বিভিন্ন অংশ থেকে প্রাপ্ত খবর অনুযায়ী এ ঘোষণা দেন। খবর জিও টিভি উর্দুর।

এছাড়া ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, জাপানে বুধবার পবিত্র ঈদুল ফিতর উদযাপনের ঘোষণা দেওয়া হয়েছে। খবরটি জানিয়েছে খালিজ টাইমস।

এ বিষয়ক আরো খবর পড়ুন: সৌদি আরবে চাঁদ দেখা গেছে

শেয়ার করুন