চীনের পক্ষ নেয়াই মূল কারণ!
বিশ্ব স্বাস্থ্য সংস্থার সাথে সম্পর্ক ছিন্ন করলো যুক্তরাষ্ট্র

বিশ্ব স্বাস্থ্য সংস্থার সাথে সব ধরনের সম্পর্কের ইতি টানা হয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র। শুক্রবার এক সংবাদ সম্মেলনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ ঘোষণা দেন। খবর সিএনএন এবং এএফপি’র।

বিশ্বজুড়ে করোনাভাইরাস মহামারীর শুরু থেকেই সংস্থাটির সমালোচনায় মুখর ছিলেন ট্রাম্প। তার প্রশাসন অভিযোগ করছে, সংকটের শুরু থেকেই উপযুক্ত পদক্ষেপ নিতে ব্যর্থ হয়েছে সংস্থাটি। বরং তারা বিভিন্ন সময়ে চীনের সাথে কন্ঠ মিলিয়ে কথা বলেছে।

এসব অভিযোগে এপ্রিলের মাঝামাঝিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুদান কমিয়ে দেবার ঘোষণা দেয় ট্রাম্প প্রশাসন।

সম্প্রতি ডব্লিউএএইচ’র প্রধান তেদ্রোস আধানম গাব্রিয়েসাসকে পাঠানো এক চিঠিতে ট্রাম্প জানান, ৩০ দিনের মধ্যে সংস্থাটিতে ‘উল্লেখযোগ্য অগ্রগতি’ না দেখলে তাতে চিরতরে অনুদান বন্ধ করে দেবে যুক্তরাষ্ট্র।

এবার সম্পর্কের ছিন্নের ঘোষণা দিয়ে ডব্লিউএইচও’র প্রতি ক্ষোভের বিস্ফোরণ ঘটালেন ট্রাম্প। সম্পর্কের ছিন্নের ঘোষণার কারণ জানিয়ে মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘কারণ তারা নিজেদের অতি প্রয়োজনীয় সংস্কারে আমাদের অনুরোধ রাখতে ব্যর্থ হয়েছে।’

‘আমরা আজ থেকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সঙ্গে আমাদের সম্পর্কের ইতি টানছি। সেখানে করা অর্থায়নের টাকা ফেরত এনে বিশ্বের যেসব জায়গায় মানুষের স্বাস্থ্যের উন্নয়নে জরুরি ভিত্তিতে দরকার সেখানে খরচ করা হবে।’

বিশ্লেষকরা বলছেন, যুক্তরাষ্ট্রের অনুদান বন্ধ হয়ে গেলে বড় রকমের অর্থসংকটে পড়তে পারে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এমনকি বিশ্বের বিভিন্ন দেশে চলমান অনেক কার্যক্রমও গুটিয়ে আনতে হতে পারে তাদের।

শেয়ার করুন