একদিনে আড়াই হাজারের বেশি করোনা শনাক্ত, মৃত্যু ২৩

স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা (ফাইল ছবি)

বিশেষ প্রতিনিধি: গত ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হিসেবে নতুন শনাক্ত হয়েছে ২ হাজার ৫২৩ জন। ২৪ ঘণ্টায় মৃত্যুবরণ করেছে ২৩ জন। তাদের মধ্যে ১৯ জন পুরুষ এবং ৪ জন মহিলা। এ নিয়ে করোনা ভাইরাসে মৃতের সংখ্যা দাঁড়ালো ৫৮২ জনে।

শুক্রবার দুপুরে স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিন থেকে এ তথ্য জানানো হয়। বুলেটিন পরিচালনা করেন, অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

বুলেটিনে বলা হয়, করোনা ভাইরাস শনাক্তে মোট ৪৯টি ল্যাবে গত ২৪ ঘণ্টায় ১২ হাজার ৯৮২টি নমুনা সংগ্রহ করা হয় এবং ১১ হাজার ৩০১টি নমুনা পরীক্ষা করা হয়েছে। আজকের আক্রান্তের সংখ্যা নিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪২ হাজার ৮৪৪ জনে।

বুলেটিনের তথ্য অনুযায়ী গত ২৪ ঘণ্টায় আরও ৫৯০ জন সুস্থ হয়েছেন। তাতে মোট সুস্থ রোগীর সংখ্যা দাঁড়ালো ৯ হাজার ১৫ জনে।

শেয়ার করুন