বিশ্বে ২৪ ঘণ্টায় আক্রান্তের রেকর্ড

প্রতীকী ছবি।

করোনা ভাইরাসে ২৪ ঘণ্টায় বিশ্বব্যাপী রেকর্ড সংখ্যক আক্রান্ত হয়েছে। রবিবার বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) জানিয়েছে,শুধু শনিবার ১ লাখ ৮৩ হাজার ২০ জন করোনায় আক্রান্ত হয়েছে, যা একদিনে আক্রান্তের নতুন রেকর্ড। বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন, হয়তো করোনার দ্বিতীয় ঢেউ শুরু হয়েছে।

ডব্লিউএইচওর পক্ষ থেকে বলা হয়, একদিনে এত সংখ্যক আক্রান্তের মধ্যে ব্রাজিলে ৫৪ হাজার ৭৭১ জন, যুক্তরাষ্ট্রে ৩৬ হাজার ৬১৭ জন এবং ভারতে ১৫ হাজার ৪০০ জন।

রেকর্ড আক্রান্ত হওয়ার কারণ হিসেবে সংস্থাটি জানায়, বিশ্বব্যাপী অনেক বেশি করোনা পরীক্ষা করা হয়েছিল।

ওয়ার্ল্ডওমিটারের তথ্য অনুসারে, বিশ্বে এখন পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৪ লাখ ৭০ হাজারে ৭৯৫ জন মানুষের। আক্রান্ত হয়েছেন ৯০ লাখ মানুষ। তাদের মধ্যে সুস্থ হয়ে উঠেছেন ৪৮ হাজারের বেশি।

শেয়ার করুন