বিদেশি শিক্ষার্থীদের যুক্তরাষ্ট্র ছাড়তে হবে!

যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটসের কেম্ব্রিজ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস।

যুক্তরাষ্ট্রে অধ্যয়নরত বিদেশি শিক্ষার্থীদের দেশটি ছাড়তে হতে পারে। এমন বার্তা দিয়েছে দেশটির সরকার।

সোমবার দেশটির ইমিগ্রেশন এবং শুল্ক প্রয়োগকারী সংস্থা ঘোষণা দিয়েছে, বিদেশি শিক্ষার্থীদের যুক্তরাষ্ট্র ত্যাগ করতে হবে যদি তাদের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো অনলাইন ভিত্তিক পাঠদান চালু করে। সংস্থাটি সতকর্কবার্তাও দিয়েছে, নিয়ম অমান্য করলে পরিণতি ভোগ করতে হবে।

দেশটির নতুন এই আইনে হাজারো বিদেশি শিক্ষার্থী বিপাকে পড়তে পারেন বলে সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে। প্রাণঘাতী করোনা ভাইরাসের কারণে ইতিমধ্যে দেশটির বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান অনলাইন ভিত্তিক পাঠদানের সিদ্ধান্ত নিয়েছে।

দেশটির ম্যাসাচুসেটসের কেম্ব্রিজ ইউনিভার্সিটি ইতিমধ্যে তাদের সকল কোর্স অনলাইনে নেওয়ার ঘোষণা দিয়েছে। এমনকি যারা ওই ক্যাম্পাসে বাস করেন তাদের জন্যও।

কেম্ব্রিজের স্নাতকের একজন শিক্ষার্থী ভ্যালেরিয়া মেন্ডিওলা (২৬) ‘এটি খুব হতাশাজনক।’ উল্লেখ করে বলেন, ‘যদি আমাকে মেক্সিকো ফিরে যেতে হয় তাহলে আমি ফিরতে পারবো। কিন্তু অনেক বিদেশি শিক্ষার্থী তা পারবে না।’হার্ভার্ডের স্নাতকের একজন শিক্ষার্থী ভ্যালেরিয়া মেন্ডিওলা (২৬) ‘এটি খুব হতাশাজনক।’ উল্লেখ করে বলেন, ‘যদি আমাকে মেক্সিকো ফিরে যেতে হয় তাহলে আমি ফিরতে পারবো। কিন্তু অনেক বিদেশি শিক্ষার্থী তা পারবে না।’

সিএনএন।

শেয়ার করুন