বাংলায় এসএমএম পাঠালে খরচ কমবে: বিটিআরসি

এখন থেকে বাংলায় এসএমএস পাঠালে কম খরচ হবে বাংলাদেশের মোবাইল ফোন গ্রাহকদের। গত ১৩ জুন বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)’র এক পত্রে দেশের চারটি মোবাইল ফোন অপারেটরকে এ নির্দেশনা দেয়া হয়েছে।

বিটিআরসি’র সিস্টেমস এন্ড সার্ভিসেস বিভাগের উপ-পরিচালক সামিরা তাবাসসুম স্বাক্ষরিত পত্রটিতে ব্যক্তি থেকে ব্যক্তি পর্যায়ে প্রেরিত বাংলায় এসএমএস জন্য ভ্যাট ও ট্যাক্স ব্যতীত সর্বোচ্চ ট্যারিফ ০.২৫ টাকা নির্ধারণ করে দেয়া হয়।

আদেশটি ২০ জুন ২০১৯ থেকে কার্যকর হবে বলেও পত্রে জানানো হয়েছে।

উল্লেখ্য, বাংলায় এসএমএস পাঠালে অক্ষর, দাড়ি-কমা-যতিচিহ্ন সব মিলিয়ে ইংরেজির প্রায় দ্বিগুণ আকার ধারণ করে। যে কারণে একই কথা ইংরেজি হরফে (বাংলিশ) লিখলে যে বার্তা একটিমাত্র এসএমএসে পাঠানো যায়, বাংলায় সেটি দু’টি বা তিনটি এসএমএস হয়ে দ্বিগুণ তিনগুণ চার্জ কাটে।

প্রচলিত প্রযুক্তিতে ১৬০ অক্ষরে একটি এসএমএসের চার্জ কাটা হয়।  অবশ্য বিটিআরসি’র এই নির্দেশনার ফলে ১৬০ অক্ষরের বেশি বাংলায় লিখলে পুরো মেসেজটিকে একটি মেসেজ ধরে চার্জ কাটা হবে কীনা তা ষ্পষ্ট নয়।

শেয়ার করুন