‘বাংলাদেেশে রোগীরা বাড়িতেই মরতে পছন্দ করেন’: এএফপি’র প্রতিবেদন

খালি পড়ে আছে বাংলাদেশের হাসপাতাল। ছবি: এএফপি

আর্ন্তজাতিক সংবাদ সংস্থা এএফপি বাংলাদেশের সরকারি হাসপাতালগুলোর চিকিৎসা ব্যবস্থার খারাপ অবস্থার কথা তুলে ধরেছে তাদের প্রতিবেদনে। সেখানে বলা হচ্ছে, করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়ছে বাংলাদেশ। তবুও হাসপাতালের হাজার হাজার বেড খালি পড়ে আছে। কারণ হাসপাতালে রোগীরা যেতে ইচ্ছুক নয়।

এর কারণ হিসেবে প্রতিবেদনে বলা হয়েছে, মানুষ হাসপাতালে গিয়ে চিকিৎসা নেওয়ার ব্যাপারে আতঙ্কে রয়েছেন। এর কারণ, সেখানকার স্বাস্থ্যসেবার মান। যে কারণে রোগীরা হাসপাতালে যাওয়ার চেয়ে বাড়িতেই মরতে পছন্দ করছেন।

প্রতিবেদনে বলা হয়, সরকারের স্বাস্থ্য বিভাগের জানামতে, ঢাকায় করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের জন্য রয়েছে ছয় হাজার ৩০৫টি বেড। তার মধ্যে প্রায় চার হাজার ৭৫০টি বেড ব্যবহার করা হচ্ছে না।

এছাড়া করোনা মহামারি মোকাবেলায় মাঠপর্যায়ে নতুন দুই হাজার শয্যাবিশিষ্ট হাসপাতাল গড়ে তোলা হয়েছে। সেখানে ১শ’র মতো রোগী চিকিৎসা নিচ্ছেন।

অপরদিকে করোনা ভাইরাসের হটস্পট হয়ে উঠেছে দ্বিতীয় বৃহত্তম নগরী চট্টগ্রাম। সেখানে হাসপাতালের বেডে অর্ধেকে রোগী চিকিৎসা নিচ্ছেন।

তবে স্বাস্থ্য বিভাগ বলছে, বেশির ভাগ রোগী বাড়িতে বসে চিকিৎসা নিচ্ছেন বলে হাসপাতালগুলোর বেড ফাঁকা রয়েছে।

স্বাস্থ্য বিভাগের উপপ্রধান নাসিমা সুলতানা এএফপিকে বলেছেন, ‘বেশির ভাগ রোগীই হালকা লক্ষণযুক্ত। পর্যাপ্ত টেলিমেডিসিন সেবা দেওয়া হচ্ছে। হাসপাতালের বেড ফাঁকা থাকার একটি কারণ হতে পারে এটি। এছাড়া অতিরিক্ত আক্রান্তের আশঙ্কায় বেড সংখ্যা বাড়ানো হয়েছিল।

তবে স্বাস্থ্য বিশেষজ্ঞ ও করোনা আক্রান্ত রোগীরা বলছেন, সরকারি হাসপাতালগুলো তাদেরকে কী পরিমাণ সেবা দেবে তা নিয়ে তারা উদ্বিগ্ন।

বাংলাদেশ হেলথ রাইটস মুভমেন্টের প্রধান রশিদ-ই-মাহবুবের মতে, সরকারি হাসপাতালগুলো রোগীবান্ধব নয়। মানুষের মাঝে নেতিবাচক ধারনা তৈরি হয়ে গেছে এ নিয়ে। এ জন্যই বেশির ভাগ রোগী বাসায় থাকাকেই বেছে নিচ্ছেন। এছাড়া বেসরকারি হাসপাতালে চিকিৎসা ব্যায় বহন করতে পারেন না অনেকেই।

রিপোর্টে আরও বলা হয়, বাংলাদেশের হাসপাতালগুলোর অবস্থা বেশ নাজুক। এমনকি মহামারি শুরুর আগেও একই অবস্থা ছিলো। তখন সম্পদশালী বাংলাদেশিরা থাইল্যান্ড বা সিঙ্গাপুরে চিকিৎসা এমনকি চেকআপ করার জন্য যেত।
এএফপি।

শেয়ার করুন