বর্ণবাদবিরোধী চাপে ফেয়ার এন্ড লাভলী থেকে বাদ পড়ছে ‘ফেয়ার’ শব্দটি

‘রং ফর্সাকারী ক্রিম’ বলে দাবি করা ফেয়ার এন্ড লাভলী’র নাম থেকে এবার বাদ পড়ছে ‘ফেয়ার’ শব্দটি। বিশ্বব্যাপী বর্ণবাদ বিরোধী আন্দোলনের তোপের মুখে ভারতের হিন্দুস্তান ইউনিলিভার লিমিটেড প্রথম এই ঘোষণা দেয়।

এরপর ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড ইউবিএলও বৃহষ্পতিবার এই ঘোষণা দিয়েছে।

ইউনিলিভারের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রতিষ্ঠানটির ত্বকের যত্নে ব্যবহৃত প্রসাধন সামগ্রীর বিবর্তনের পরবর্তী ধাপে যাবার ঘোষণা দেয়া হচ্ছে। এর ধারাবাহিকতায় কোম্পানির ব্র্যান্ড ফেয়ার এন্ড লাভলীর নাম পরিবর্তিত হতে যাচ্ছে।

নামকে সার্বজনীন করে ব্র্যান্ডকে এগিয়ে নিতে ‘ফেয়ার এন্ড লাভলী’ নামটির মধ্য থেকে ‘ফেয়ার’ শব্দটি বাদ দেবে কোম্পানি।

নামটি অনুমোদনের অপেক্ষায় আছে এবং আগামী কয়েক মাসের মধ্যে তা পরিবর্তিত হবে বলে আশা প্রকাশ করা হয় বিজ্ঞপ্তিটিতে।

হিন্দুস্তান ইউনিলিভার লিমিটেড এই প্রসাধনটির নাম পরিবর্তনের কয়েক ঘন্টার মধ্যে বাংলাদেশেও ইউনিলিভার বাংলাদেশ এই ঘোষণা দিলো।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, এশিয়ার মধ্যে রং ফর্সাকারী ক্রিমের ব্যবহার সবচেয়ে বেশি। চীন, ভারতসহ এশিয়ার দেশগুলোর প্রায় ৪০ শতাংশ নারী এই ধরনের প্রসাধনী ব্যবহার করে থাকেন।

শেয়ার করুন