‘পাহাড়ি ঢলে সড়কের প্রায় ২৫ কোটি টাকার ক্ষতি’

বান্দরবানে প্রবল বর্ষণ ও পাহাড়ি ঢলে সড়ক যোগাযোগ ব্যবস্থার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বিভিন্ন জায়গায় রাস্তা ভেঙ্গে বন্ধ রয়েছে জেলা সদরের সাথে রুমা, থানচি, রোয়াংছড়ি উপজেলার যান চলাচল। বান্দরবান-চট্টগ্রাম সড়কের বাজালিয়ায় পানি জমে থাকায় মঙ্গলবারসহ ৯ দিন ধরে জেলার সাথে সারা দেশের সড়ক যোগাযোগ বিঘ্নিত হয়েছে। বুধবার সকাল থেকে যান চলাচল স্বাভাবিক হতে শুরু করেছে।

বান্দরবান সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী সজীব আহমেদ জানান, গত এক সপ্তাহে জেলার ৩৬টি জায়গায় প্রায় ১০ কিলোমিটার সড়ক পুরোপুরি ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। এর মধ্যে থানচি-আলীকদম সড়কের ২২ কিলোমিটার এবং ওয়াইজংশন থেকে রুমা সড়কের ১৬ কিলোমিটার অংশে রাস্তা পুরোপুরি বিলীন হয়ে গেছে। বিভিন্ন জায়গায় ছোট ছোট পয়েন্টে সড়কের শোল্ডার (রাস্তার দু’পাশের অংশ) ভেঙ্গে গেছে। যার পরিমাণ প্রায় সাড়ে পাঁচ কিলোমিটার। এসব সড়ক মেরামত করতে ২২ থেকে ২৫ কোটি টাকা লাগতে পারে।

বান্দরবান-কেরানীহাট সড়কের যে চারটি জায়গায় পানি জমে প্রতি বছর যাতায়াত ব্যাহত হয়, সে জায়গাগুলোতে সড়ক মেরামত ও উঁচু করার কাজে ব্যয় ধরা হয়েছে ২৩৫ কোটি টাকা, যা এ বছর একনেকে পাস হয়েছে। এই কাজটি বাস্তবায়ন করবে সেনাবাহিনীর ২০ ইসিবি।

বান্দরবান বাসস্টেশন, চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার বাজালিয়ার বড়দুয়ারা, দস্তিদারহাট, কলঘর এই চারটি স্থানে সড়ক মেরামত ও উঁচু করার কাজ এই বর্ষার পরপরই শুরু হবে বলে জানান নির্বাহী প্রকৌশলী।

শেয়ার করুন