ধানের দাম সংকটের স্থায়ী সমাধানে কাজ করছে সরকার: কৃষিমন্ত্রী

কৃষিমন্ত্রী ড. আবদুর রাজ্জাক। ফাইল ফটো।

ধানের চলমান দাম সংকটের স্থায়ী সমাধানের ব্যাপারে কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক বলেছেন, কৃষকের ধানের দাম নিয়ে সংকটের স্থায়ী সমাধানের জন্য কাজ করছে সরকার। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী সংশ্লিষ্টরা কাজ করে যাচ্ছেন, যাতে চাষীরা ধানের ন্যায্য মূল্য পান।

রোববার সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে ঈদের ছুটি শেষে প্রথম কর্মদিবসে সাংবাদিকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে তিনি এসব কথা বলেন।

কৃষিমন্ত্রী বলেন, কৃষকদের ধানের দাম বাড়ানোর বিষয়ে সরকার অধিকতর গুরুত্ব দিয়ে কাজ করছে। খাদ্য মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে বিষয়টি ফয়সালা করা হবে। ইতিমধ্যে এ ব্যাপারে খাদ্য মন্ত্রণালয়কে চিঠি দেওয়া হয়েছে। খাদ্য মন্ত্রণালয়সহ সংশ্নিষ্ট সবার সঙ্গেই বিষয়টি নিয়ে বৈঠক করা হবে। আশা করছি, এর মাধ্যমে এ সংকটের একটি স্থায়ী সমাধান বের হয়ে আসবে, আর কৃষকরাও এতে লাভবান হতে পারবেন।

শেয়ার করুন