দেশে এখন করোনাভাইরাস সনাক্তের ১ লাখ কিট রয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

বাংলাদেশের হাতে এখন করোনাভাইরাস সনাক্তের ১ লাখ কিট রয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

সোমবার দুপুরে সচিবালয়ে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, ‘আমরা ৫০ হাজার পিসিআর টেস্ট এর ব্যবস্থা নিয়েছি। এবং কিট আরো ৫০ হাজার অর্ডার দিয়েছি। যেগুলো চলে এসেছে। আরো ৫০ হাজার যোগ হয়েছে। তাতে আমাদের কিট এক লক্ষ হয়ে গেলো।’

তিনি প্রবাস থেকে আসা লোকজনকে সেল্ফ আইসোলেশনে থাকার অনুরোধ জানান। ‘মন্ত্রী বলেন, আপনারা নিজ বাড়িঘরে নিয়ম মেনে অবস্থান করুন।

গ্রাম পর্যায়ের সব স্তরের জনপ্রতিনিধি এবং শহরের মেয়র, কাউন্সিলরসহ সবাইকে সামাজিক দূরত্ব বজায় রাখতে কাজ করার আহবান জানান তিনি।

করোনাভাইরাস সনাক্ত করার ব্যবস্থা বর্তমানে শুধু আইইডিসিআর-এ থাকলেও শীঘ্রই ঢাকা মেডিকেল, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেলসহ বিভাগীয় মেডিকেল কলেজ হাসপাতালগুলোতে পাঠানো হবে বলে জানান মন্ত্রী।

শেয়ার করুন