তাপমাত্রা আরও কমেছে, উত্তরাঞ্চলে তীব্র শীতের হানা

তাপমাত্রার পারদ আরও নেমেছে। বেড়েছে শীতের তীব্রতা। দেশের উত্তর-পশ্চিমাঞ্চলে ফের হানা দিয়েছে শৈত্যপ্রবাহ।

রবিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ কথা বলা হয়েছে।

আজ সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রংপুরের রাজারহাটে ৯.৫ ডিগ্রি সেলসিয়াস। রংপুর বিভাগের অধিকাংশ জায়গায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১১ ডিগ্রি সেলসিয়াসের নিচে। রাজশাহী, রংপুর ও খুলনায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩.৫ ডিগ্রি সেলসিয়াসের কম।

এদিন রাজধানী ঢাকার তাপমাত্রা আরও কমেছে। শনিবার রাজধানীতে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ১৪.১ ডিগ্রি সেলসিয়াস। আজ সেটা কমে ১৩.৬ ডিগ্রি সেলসিয়াসে দাঁড়িয়েছে।

আবহাওয়ার পূর্বাভাসে আরও বলা হয়, অস্থায়ীভাবে আংশিক মেঘলা থেকে মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে।

মধ্যরাত থেকে সকাল পর্যন্ত মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে, তা দেশের কোথাও কোথাও বিকেল পর্যন্ত অব্যাহত থাকতে পারে।

সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

পরবর্তী ৭২ ঘণ্টার (তিন দিন) আবহাওয়ার অবস্থা সম্পর্কে বলা হয়, এ সময়ের শেষের দিকে তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে।

শেয়ার করুন