টেকনাফে ঝুপড়ি ঘরে আড়াই লাখ ইয়াবা

কক্সাজারের টেকনাফ উপজেলায় মেরিন ড্রাইভ সড়কের পাশে একটি ঝুপড়ি ঘর থেকে আড়াই লাখ ইয়াবা উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার গভীর রাতে টেকনাফ সদর ইউনিয়নের হাবিরছড়া গ্রামে এ উদ্ধারের ঘটনায় কাউকে আটক করা যায়নি।

পুলিশ জানায়, কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের পাশে ওই ঝুপড়ি ঘরে মিয়ানমার থেকে এনে একটি ইয়াবার চালান মজুদ রাখা হয়েছে- এমন গোপন সংবাদে টেকনাফ মডেল থানার (ওসি) রনজিত কুমার বড়ুয়া ও পরিদর্শক (তদন্ত) মো. আতিকের নেতৃত্বে একদল পুলিশ ঘরটি ঘেরাও করে।

এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পাচারকারিরা পালিয়ে যায়। পরে ওই ঝুপড়ি ঘরে তল্লাশি চালিয়ে মাটির ভেতর থেকে বস্তা মোড়ানো ২ লাখ ৫০ হাজার পিস ইয়াবা বড়ি উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রনজিত কুমার বড়ুয়া সমকালকে জানান, একটি ভাঙা ঝুপড়ি ঘর থেকে আড়াই লাখ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। ওই ঘরে স্থায়ীভাবে কেউ বসবাস করে না।

তিনি জানান, ইয়াবা ব্যবসায়ীরা এটিকে পাচার কাজে ব্যবহার করতো। অভিযান পরিচালনার সময় হাবিরছড়ার গ্রামের মো. শাকের (২৫) একই এলাকার আবদুল মতলব (৩৭), রাজারছড়ার আবদুর গফুর (৪২) ও তুলাতুলী গ্রামের মো. বশর (৪০) পালিয়ে যায়।

এ ঘটনায় ওই চারজনকে পলাতক আসামি করে একটি মাদক মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন ওসি।

শেয়ার করুন