জরুরি পরিস্থিতি মোকাবেলায় নিয়োগ হচ্ছে ২ হাজার ডাক্তার ও ৬ হাজার নার্স

দেশব্যাপী ছড়িয়ে পড়া করোনাভাইরাসে আক্রান্ত মানুষের চিকিৎসায় আগামী ৭ দিনের মধ্যেই অতিরিক্ত ২ হাজার ডাক্তার ও ৬ হাজার নার্স নিয়োগ করা হচ্ছে।

৩৯ বিসিএস-এ উত্তীর্ণ চিকিৎসকদের মধ্য থেকে মেধাক্রম অনুযায়ী এসব চিকিৎসক নিয়োগ দেওয়া হবে। একইভাবে আগের নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ নার্সদের মধ্য থেকে নিয়োগ দেওয়া হবে।

এই নিয়োগ প্রক্রিয়া ৭ দিনের মধ্যে সম্পন্ন করতে স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. আসাদুল ইসলাম, জনপ্রশাসন সচিব শেখ ইউসুফ হারুন ও অর্থ সচিব আবদুর রউফ তালুকদারের মধ্যে বৈঠক হয়।

সূত্র জানায়, ৮ হাজার ডাক্তার নার্স দ্রুত নিয়োগ দেওয়ার অনুমতি দিতে এ সংক্রান্ত নথি রাষ্ট্রপতির কাছে পাঠানো হয়েছে। সংবিধানের ১৩৩ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি জরুরি অবস্থায় জনস্বার্থে সরকারি কর্মকর্তা-কর্মচারি নিয়োগ দেওয়ার আদেশ দিতে পারেন।

শেয়ার করুন