চীন থেকে আসছে করোনাভাইরাস সনাক্ত করার কীট

পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন। ফাইল ফটো

চীন থেকে শীঘ্রই করোনাভাইরাস সনাক্ত করার কীট বাংলাদেশে আসছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন।

শনিবার সকালে পররাষ্ট্র মন্ত্রণালযের এক ব্রিফিংয়ে গণমাধ্যমকে এ কথা জানান তিনি।

প্রবাসীদের উদ্দেশ্যে পররাষ্ট্রমন্ত্রী বলেন, যতটুকু সম্ভব বাংলাদেশ সফর এড়িয়ে চলুন। কারো ভিসার মেয়াদ শেষ হয়ে গেলে সেগুলো বাড়ানোর ব্যবস্থা করবে বিভিন্ন দেশ। এ নিয়ে দুশ্চিন্তার কোনো কারণ নেই।

আগামী ৩১ মার্চ পর্যন্ত ১০টি দেশের ফ্লাইট বন্ধ থাকবে জানিয়ে তিনি বলেন, শুধুমাত্র ৪টি রুট চালু থাকবে। দেশগুলো হলো যুক্তরাজ্য, থাইল্যান্ড, হংকং ও চীন।

বিদেশ থেকে আসলে তাদেরকে অবশ্যই ১৪দিন কোয়ারেন্টিনে থাকতে হবে বলেও জানান পররাষ্ট্রমন্ত্রী।

শেয়ার করুন