চীনের উহান থেকে ফিরলেন ৩১২ বাংলাদেশী, ৮ জন কুর্মিটোলা হাসপাতালে ভর্তি

চীনের উহান থেকে দেশে ফিরে আসা বাংলাদেশিদের একাংশ। ছবি: সংগৃহীত

করোনাভাইরাস উপদ্রুত চীনের ‍উহান শহর থেকে ৩১২ জন বাংলাদেশি নাগরিককে দেশে ফিরিয়ে আনা হয়েছে।

শনিবার দুপুর ১১ টা ৫০ মিনিটে তাদের বহনকারী একটি বিমান ঢাকায় অবতরণ করে।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, ফিরে আসা বাংলাদেশীদেরকে আগামী ১৪ দিন ঢাকা বিমানবন্দর সংলগ্ন আশকোনা হজ্ব ক্যাম্পে সাধারণ মানুষ থেকে দূরে কোয়ারান্টাইনে রাখা হবে।

এদের মধ্যে সামান্য অসুস্থ ৮ জনকে কুর্মিটোলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তারা করোনাভাইরাসে আক্রান্ত কীনা তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

পররাষ্ট্র, স্বরাষ্ট্র, স্বাস্থ্য মন্ত্রণালয়সহ বেশ কয়েকটি মন্ত্রণালয় এবং সেনাবাহিনী পুরো প্রক্রিয়াটি সমন্বয় করছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল আবদুল্লাহ ইবনে জায়েদ জানান, সেনাবাহিনী উহান থেকে ফিরে আসা বাংলাদেশিদের স্বাস্থ্যের বিষয়টি দেখভাল করবে।

শেয়ার করুন