চামড়ার অস্বাভাবিক কম দাম নিয়ে হাইকোর্টে রিট

এ বছরের ঈদুল আজহায় পশুর চামড়ার দাম কমে যাওয়ার ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে। চামড়ার দাম কমার জন্য বিবাদীদের নিষ্ক্রিয়তা কেন অবৈধ ঘোষণা করা হবে না- এই কারণ জানাতেও রুল জারির আবেদন রয়েছে রিটে।

হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রোববার জনস্বার্থে রিট আবেদনটি করেন সুপ্রিম কোর্টের আইনজীবী মহিউদ্দিন হানিফ ফরহাদ।

বিচারপতি এফআরএম নাজমুল আহসান ও বিচারপতি কেএম কামরুল কাদেরের বেঞ্চে শুনানি হতে পারে বলে জানিয়েছেন রিটকারী আইনজীবী।

ঈদুল আজহা উপলক্ষে সরকার ঢাকায় প্রতি বর্গফুট গরুর চামড়ার দাম ৪৫-৫০ টাকা এবং ঢাকার বাইরে ৩৫-৪০ টাকা নির্ধারণ করে দেয়। এ ছাড়া সারা দেশে খাসির চামড়া প্রতি বর্গফুট ১৮-২০ টাকা এবং বকরির চামড়া ১৩-১৫ টাকায় সংগ্রহ করতে বলা হয়।

কিন্তু সরকারনির্ধারিত মূল্যের চেয়ে কয়েক গুণ কমে কোরবানির পশুর চামড়া বিক্রি হয়। দাম না পেয়ে অনেকেই চামড়া মাটিতে পুঁতে রাখে এবং সড়ক ও নদীতে ফেলে দেয়।

শেয়ার করুন