খালেদা জিয়াকে কারাগারে রেখে সংলাপ ফলপ্রসূ হবে না : ফখরুল

জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সাজা বাড়িয়ে ১০ বছর করার প্রতিবাদে আজ বুধবার সারা দেশে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। এরই অংশ হিসেবে রাজধানীতে জাতীয় প্রেসক্লাবের সামনে ১১টা থেকে ১২ পর্যন্ত কেন্দ্রীয় নেতাকর্মীদের অংশগ্রহণে মানববন্ধন করেছে বিএনপি।

এসময় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দলীয় চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে কারাগারে রেখে সংলাপ ফলপ্রসূ হবে না। তাই তাকে দ্রুত মুক্তি দিতে হবে।

তিন দিনের কর্মসূচির দ্বিতীয় দিনে আজ সারাদেশে এ মানববন্ধন কর্মসূচি পালন করেছেন বিএনপির নেতাকর্মীরা। জেলা সদর ও মহানগরে এ কর্মসূচি পালন করেছে দলটি। রায়ের প্রতিবাদে মঙ্গলবার সারা দেশে বিক্ষোভ করেন দলটির নেতাকর্মীরা।

উল্লেখ্য, মঙ্গলবার সকালে এই মামলায় কারাবন্দি খালেদা জিয়ার সাজা বাড়িয়ে ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই রায় দেন।

শেয়ার করুন