খালেদার মামলার রায় নিয়ে বিশৃঙ্খলা হলে কঠোর ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, খালেদা জিয়ার মামলার রায় নিয়ে কোনো বিশৃঙ্খলা হলে তা কঠোরভাবে দমন করা হবে।  নিরাপত্তা বাহিনীকে আগের বাহিনীর সঙ্গে তুলনা করা যাবে না।
শুক্রবার সকালে ঢাকেশ্বরী মন্দিরে হিন্দু ধর্মাবলম্বীদের ‘পরিবার দিবস’ এর অনুষ্ঠানে অংশ গ্রহণ শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
বিএনপিকে সতর্ক করে দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমাদের নিরাপত্তা বাহিনীকে আগের নিরাপত্তা বাহিনীর সঙ্গে তুলনা করা চলবে না। তারা জনগণের বন্ধু, তারা পেশাদার পুলিশ। কাজেই বিশৃঙ্খলা কিংবা ধ্বংসাত্মক কিছু ঘটলে আমাদের নিরাপত্তা বাহিনী ব্যবস্থা নেবে।
গত ১৬ জানুয়ারি নারায়ণগঞ্জে মেয়র সেলিনা হায়াৎ আইভী এবং সংসদ সদস্য এ কে এম শামীম ওসমান সমর্থকদের মধ্যে সংঘর্ষ নিয়ে  সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এই ঘটনায় পুলিশ বাদি হয়ে মামলা করেছে। ভিডিও ফুটেজ দেখে অস্ত্রধারী সবার বিরুদ্ধেই যথাযথ ব্যবস্থা নেয়া হবে।
ঢাকেশ্বরী মন্দিরের জমি বেদখলের বিষয়ে জানতে চাইলে আসাদুজ্জামান খান কামাল বলেন, এই ইস্যুতে যদি কিছু করার থাকে তাহলে আমরা করব।
শেয়ার করুন