খালেদার অনুপস্থিতিতে বিচার প্রশ্নে আপিল বিভাগের আদেশ কাল

জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার অনুপস্থিতিতে বিচার প্রশ্নে আপিল বিভাগের আদেশ কাল। বিচারিক আদালতে কাল রায় হবে কিনা, তা এই আদেশের ওপর নির্ভর করছে।

রবিবার প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে সাত বিচারপতির আপিল বেঞ্চ এদিন ঠিক করেন।

খালেদা জিয়ার পক্ষে অতিরিক্ত সাক্ষ্যপ্রমাণ দাখিলের জন্য হাইকোর্টে আবেদন করেন তার আইনজীবীরা। এ আবেদনের শুনানি শেষে সোমবার বিচারপতি এম ইনায়েতুর রহিম, বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ আবেদনটি খারিজ করে দেন।

হাইকোর্টের এ আদেশের বিরুদ্ধে চেম্বারে আবেদন করলে আদালত আজ রবিবার ওই আবেদনের শুনানির জন্য দিন ঠিক করেছিলেন।

কিন্তু এরই মধ্যে আইনজীবীরা যেহেতু হাইকোর্টের আদেশের সার্টিফায়েড কপি পেয়েছেন, এ জন্য খালেদা জিয়ার আইনজীবীদের আপিল ফাইল করার নির্দেশ দিয়ে আগামীকাল শুনানির জন্য দিন ঠিক করে দেন।

শেয়ার করুন