করোনা: ২৪ ঘণ্টায় আক্রান্ত ১৭২৩, মৃত্যু হয়েছে ১৪ জনের

স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা (ফাইল ছবি)

বিশেষ প্রতিনিধি: গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে নতুন আক্রান্তের সংখ্যা পাওয়া গিয়েছে ১২৭৩। গত ২৪ ঘণ্টায় দেশে কোভিড-১৯ এ ভুগে প্রাণ হারিয়েছেন আরও ১৪ জন। এ নিয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়ালো ৩২৮ এ। ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ৮ হাজার ১১৪ জনের।

প্রতিদিনের আক্রান্তের সংখ্যা হিসেবে আজকের সংখ্যা গতদিনের সকল দিনকে ছাড়িয়েছে। অর্থাৎ আজ আক্রান্তের সংখ্যা সর্বোচ্চ। এ নিয়ে মোট আক্রান্ত দাঁড়ালো ২২ হাজার ২৬৮ জনে।

রবিবার দুপুরে মহাখালিস্থ স্বাস্থ্য অধিদফতর থেকে অনলাইন স্বাস্থ্য বুলেটিন প্রচার করা হয়। সে বুলেটিনে করোনা সংক্রান্ত আজকের তথ্য জানান অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

তার দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২৫৬ জন। এ নিয়ে দেশে মোট করোনা আক্রান্ত রোগী সুস্থ হয়েছেন ৪ হাজার ৩৭৩ জন।

শেয়ার করুন