করোনায় আক্রান্ত হলেন সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ

সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের শীর্ষ নেতা ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন করোনায় আক্রান্ত হয়েছেন। শুক্রবার দুপুরে এই খবর নিশ্চিত করেছে তার পরিবার।

তিনি বর্তমানে রাজধানীতে নিজ বাসায় চিকিৎসা নিচ্ছেন।

পারিবারিক সূত্র জানায়, করোনাভাইরাসের উপসর্গ দেখা দেয়ায় মোশাররফ হোসেনের নমুনা সংগ্রহ করা হয়। রিপোর্টে পজিটিভ পাওয়া যায়।

এর পর থেকেই তিনি বাসায় অবস্থান করছেন। তবে এখনো তার শরীরে কোনো জটিলতা দেখা দেয়নি।

ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন ফরিদপুর-৩ আসন থেকে নির্বাচিত সাংসদ। বর্তমানে সরকারের এলজিআরডি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি। সরকারের গত আমলে তিনি বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্বে ছিলেন। পরে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়েও মন্ত্রীর দায়িত্ব পালন করেন।

শেয়ার করুন