কক্সবাজারে ‘বন্দুকযুদ্ধে’ পৌর কাউন্সিলর নিহত

ekramul haque
কক্সবাজারের টেকনাফ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো. একরামুল হক

চলমান মাদকবিরোধী অভিযানে কক্সবাজারের টেকনাফ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো. একরামুল হক (৪৬) র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হয়েছেন। উপজেলা যুবলীগের সাবেক সভাপতি একরাম স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত মাদক চোরাচালানের গডফাদার বলে জানিয়েছে র‌্যাব।

শনিবার (২৬ মে) দিবাগত রাত ১২টার দিকে টেকনাফের নোয়াখালীপাড়া এলাকায় এই বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।

র‌্যাব-৭ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মিফতাহ উদ্দিন আহমেদ সংবাদ মাধ্যমকে জানান, বন্ধুকযুদ্ধের পর একরামুলকে স্থানীয় হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

র‌্যাব-৭ এর কক্সবাজার ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর মো. রুহুল আমিন বলেন, ‘নোয়াখালীপাড়ায় একটি মাদক চক্রের লোকজন ইয়াবার চালান লেনদেনের জন্য জড়ো হয়েছে খবরে র‌্যাবের একটি দল অভিযান চালায়। এ সময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে মাদক চক্রের লোকজন এলোপাতাড়ি গুলিবর্ষণ করতে থাকে। আত্মরক্ষার্থে এক পর্যায়ে র‌্যাবও পাল্টা গুলি চালায়। এতে মাদক চক্রের লোকজন পিছু হটে পালিয়ে গেলে ঘটনাস্থলে গুলিবিদ্ধ অবস্থায় পৌর কাউন্সিলর একরামুল হকের মৃতদেহ পাওয়া যায়।’

এই র‌্যাব কর্মকর্তা আরও জানান, ঘটনাস্থল থেকে ১০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়েছে। এছাড়া ১টি বিদেশি পিস্তল, ১টি ওয়ান শ্যুটার গান, ৬ রাউন্ড গুলি ও ৫টি খালি খোসা উদ্ধার করা হয়।

শেয়ার করুন