ওয়াসার পানির দাম বাড়ানোর ওপর হাইকোর্টের নিষেধাজ্ঞা

ওয়াসার পানির দাম বাড়ানোর ওপর নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। গত ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া ২৫ শতাংশ বর্ধিত দামের ওপর নিষেধাজ্ঞা চেয়ে হাইকোর্টে একটি রিট করা হয়েছিলো।

সেই প্রেক্ষিতে বিচারপতি ইনায়েতুর রহিমের ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ এই নিষেধাজ্ঞা দেন।

আগামী ১০ আগষ্ট পর্যন্ত এ নিষেধাজ্ঞা বহাল থাকবে বলে জানানো হয় হাইকোর্ট থেকে।

গত ১৫ জুন জনস্বার্থে এ রিট আবেদনটি করেন সুপ্রিম কোর্টের আইনজীবি মোঃ তানভীর আহমেদ।

আবেদনে পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন কর্তৃপক্ষ আইন, ১৯৯৬ এর ২২ (৩) ধারা অনুযায়ী পানির দাম বাড়িয়ে গত ২৬ ফেব্রুয়ারি স্থানীয় সরকার বিভাগের সিদ্ধান্তটিকে চ্যালেঞ্জ করা হয়।

ওয়াসার পানির বর্ধিত দামের সিদ্ধান্তের ওপর নিষেধাজ্ঞা দিয়েছেন উচ্চ আদালত।  গত ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া ঢাকা ওয়াসার পানির ২৫ শতাংশ বর্ধিত দামের ওপর নিষেধাজ্ঞার নির্দেশনা চেয়ে করা রিট আবেদনের ওপর শুনানি শেষে সোমবার দুপরে এ আদেশ দেয় বিচারপতি এম ইনায়েতুর রহিমের ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ।

আগামী ১০ আগস্ট পর্যন্ত এ নিষেধাজ্ঞা বহাল থাকবে বলে আদেশে জানান হাইকোর্ট।

জনস্বার্থে গত ১৫ জুন এ রিট আবেদনটি করেন সুপ্রিম কোর্টের আইনজীবী মো. তানভীর আহমেদ।

ভার্চুয়াল আদালতে ভিডিও কনফারেন্সের মাধ্যমে রিটের পক্ষে শুনানিতে ছিলেন, ব্যারিস্টার অনিক আর হক ও রিটকারী তানভীর আহমেদ। ওয়াসার পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী মাহবুবে আলম। যিনি রাষ্ট্রেরও প্রধান আইন কর্মকর্তা। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত তালুকদার।

রিটকারী আইনজীবী জানান, ঢাকা ওয়াসার আবাসিকে সরবরাহকৃত প্রতি এক হাজার লিটার পানির দাম ১১ টাকা ৫৭ পয়সা থেকে বাড়িয়ে ১৪ টাকা ৪৬ পয়সা করা হয়েছে। আর বাণিজ্যিক সংযোগে প্রতি হাজার লিটার পানির দাম ৩৭ টাকা ৪ পয়সা থেকে বাড়িয়ে ৪০ টাকা করা হয়েছে।

একইভাবে আবাসিক সংযোগে চট্টগ্রাম ওয়াসার প্রতি হাজার লিটার পানির দাম ৯ টাকা ৯২ পয়সা থেকে বাড়িয়ে ১২ টাকা ৪০ পয়সা এবং বাণিজ্যিকে ২৭ টাকা ৫৬ পয়সা থেকে বাড়িয়ে ৩০ টাকা ৩০ পয়সা করা হয়েছে। দেখা গেছে, আবাসিক গ্রাহকদের ক্ষেত্রে ঢাকায় পানির দাম ২৪ দশমিক ৯৭ শতাংশ এবং চট্টগ্রামে ২৫ শতাংশ বাড়ছে।

আর বাণিজ্যিক সংযোগে ঢাকায় ৭ দশমিক ৯৯ শতাংশ এবং চট্টগ্রামে ৯ দশমিক ৯৪ শতাংশ দাম বেড়েছে পানির।

বৃহস্পতিবার এবং সোমবার দুই দিন শুনানি শেষে হাইকোর্ট ওয়াসার পানির মূল্য বৃদ্ধির ওপর নিষেধাজ্ঞা দিয়ে এ আদেশ জারি করলেন।

শেয়ার করুন