ইরাকে বাংলাদেশিদের জন্য বিশেষ সতর্কতা

ইরাকে সাম্প্রতিক পরিস্থিতির প্রেক্ষিতে সেখানে অবস্থানরত সকল বাংলাদেশিকে সতর্ক থাকার অনুরোধ জানিয়েছে বাংলাদেশ দূতাবাস। গতকাল ৩ জানুয়ারি, শুক্রবার এক বিবৃতিতে এ অনুরোধ জানান বাগদাদে অবস্থিত দূতাবাসের হেড অব চ্যান্সারি মো. অহিদুজ্জামান লিটন।

এতে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ইরাকে বসবাসরত সব বাংলাদেশিদের বিশেষ প্রয়োজন ছাড়া যত্রতত্র যাতায়াত, সভা-সমাবেশ ও গোলযোগ এড়িয়ে চলার অনুরোধ জানানো হয়।

এছাড়া ইরাকে অবস্থিত বাংলাদেশি নাগরিকদের সেবা দিতে সপ্তাহে সাত দিন ২৪ ঘণ্টা বাংলাদেশ দূতাবাস খোলা থাকবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

উল্লেখ্য, গতকাল ৩ জানুয়ারি, শুক্রবার ভোরে বাগদাদ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যাওয়ার পথে ইরানের রেভল্যুশনারি গার্ডের প্রধান জেনারেল কাসেম সোলাইমানির গাড়ি বহরের ওপর ড্রোন হামলা চালায় মার্কিনবাহিনী। এতে সোলাইমানিসহ তার ঘনিষ্ঠ আটজন নিহত হন।

এ ঘটনার পর নিরাপত্তার কথা ভেবে মার্কিন নাগরিকদের অবিলম্বে ইরাক ছাড়ার নির্দেশ দিয়েছে বাগদাদস্থ মার্কিন দূতাবাস। নির্দেশিকায় মার্কিন নাগরিকদের সতর্ক করে বলা হয়, সন্ত্রাস, অপহরণ এবং সশস্ত্র সংঘাতের ঝুঁকির কারণে ইরাকে ভ্রমণ করবেন না।

এছাড়া ইরাক এবং ওই অঞ্চলে চলমান উত্তেজনার কারণে যুক্তরাষ্ট্রের দূতাবাস মার্কিন নাগরিকদেরকে ২০২০ সালের ভ্রমণ নির্দেশিকা মেনে চলারও পরামর্শ দেয়া হয়। 

ইরানি শীর্ষ জেনারেল সোলাইমানিকে হত্যার পর পাল্টা আঘাতের আশঙ্কায় এ নির্দেশ দেয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

শেয়ার করুন