আমাদের কাছে ওদের কিছু চাওয়ার নেই: মমতা

hasina-momota
বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও মমতা বন্দোপাধ্যায়

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় বলেছেন, আমাদের কাছ থেকে ওদের (বাংলাদেশ) কিছু চাওয়ার নেই।

শনিবার তাজ বেঙ্গলে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি একথা বলেন।

এসময় তিস্তা নিয়ে কিছু না বললেও তিনি যেটা বলেছেন, তা থেকে স্পষ্ট যে তিস্তার জট এখনও কাটেনি।

বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে অনেক বিষয়েই আলোচনা হয়েছে বলে মুখ্যমন্ত্রী দাবি করেছেন।

সাংবাদিকদের প্রশ্ন ছিল, কিন্তু বিশেষ কিছু আলোচনা হয়েছে কি? উত্তরে মুখ্যমন্ত্রী বলেন, ‘ওরা (বাংলাদেশ) ভালো আছে। ভালো করছে। ভালো করুক। দুই দেশের সম্পর্ক দুই দেশকেই রক্ষা করতে হবে। আমাদের কাছ থেকে ওদের কিছু চাওয়ার নেই।’

কিন্তু আরও কিছু কাজ বাকি আছে বলে একদিন আগেই বাংলাদেশের প্রধানমন্ত্রী মন্তব্য করেছিলেন। অথচ মুখ্যমন্ত্রী বললেন, ‘আমাদের কাছ থেকে ওদের কিছু চাওয়ার নেই।’ তাহলে কি নিজের রাজনৈতিক বাধ্যবাধকতার কারণে আগের অবস্থানেই অনড় মমতা? এখন তা নিয়েই জল্পনা শুরু হয়েছে দুই দেশের কূটনৈতিক মহলে।

এদিন মমতা বলেন, ‘আলোচনা খুব ভালো হয়েছে। এপার বাংলা এবং ওপার বাংলা সম্পর্ক সবসময়ই ভালো, সৌজন্যমূলক। ভারত-বাংলাদেশের মধ্যে কোনও সীমারেখা বা রাজনৈতিক সীমারেখা আছে বলে আমার মনে হয় না।’

মুখ্যমন্ত্রী আরও বলেন, ‘মুত্তিযুদ্ধের সময় থিয়েটার রোডের ভবনটিতে অস্থায়ী বাংলাদেশ সরকারে কাজকর্ম পরিচালিত হত। সেই জায়গাটা এখন অরবিন্দ ভবনের অধীনে রয়েছে। বাংলাদেশ সরকার ওটা নিতে অনুরোধ করেছে। আমরা বিষয়টা দেখব বলে জানিয়েছি। বঙ্গবন্ধুর নামে একটা মিডজিয়াম আমরা করতে চাই। দু’দেশ রাজি হলে আমরা কাজ শুরু করব।’

শেয়ার করুন