আদালতে তোলা হচ্ছে রিজেন্টের সাহেদকে

রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মোঃ সাহেদ। সংগৃহীত ছবি

করোনাভাইরাস টেস্টে জালিয়াতির অভিযোগসহ ৫৯টি মামলার আসামি রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান সাহেদ করিম ওরফে মোহাম্মদ সাহেদকে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের কার্যালয় থেকে আদালতে নিয়ে যাওয়া হয়েছে।

সকাল ১০টায় মিন্টো রোডের ডিবি কার্যালয় থেকে সাহেদকে চিফ মে‌ট্রোপ‌লিটন ম‌্যা‌জি‌স্ট্রেট (‌সিএমএম) কোর্টে নিয়ে যাওয়া হয়েছে। নানা অভিযোগে আরও জিজ্ঞাসাবাদের জন্য সাহেদকে ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করা হবে।

সংবাদমাধ্যমকে ডিবি’র যুগ্ম কমিশনার মাহবুব আলম বলেন, “বৃহস্পতিবার সকাল ১০টায় তাকে আদালতে তোলা হবে। কয়েকটি মামলায় তাকে অধিকতর জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন। তাই সুষ্ঠু তদন্তের স্বার্থে তাকে ১০ দিনের রিমান্ড চেয়ে আদালতে আবেদন করা হবে।”

এর আগে বুধবার বিকালে উত্তরায় অভিযান শেষে সাহেদকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা শেষে ডিবি কার্যালয়ে নেওয়া হয়। রাতে সেখানেই রাখা হয় তাকে।

শেয়ার করুন