আক্রান্ত না হলে মাস্ক পরতে হবে না: বলছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

করোনাভাইরাসের আতঙ্গে বিশ্বজুড়ে নানা সতর্কতামূলক পদক্ষেপ নিচ্ছে মানুষ। এর মধ্যে মাস্ক অন্যতম। তবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, নিজে করোনাভাইরাসে আক্রান্ত না হলে বা আক্রান্ত কারো সেবায় নিয়োজিত না থাকলে মাস্ক নিয়ে অহেতুক বাড়াবাড়ি করার প্রয়োজন নেই।

সংস্থাটির জরুরি প্রোগ্রামের নির্বাহী পরিচালক ডা. মাইক রায়ান জানান, এ পরিস্থিতিতে মাস্ক পরার তেমন কোনো উপকারিতা নেই। সুইজারল্যান্ডের জেনেভায় সোমবার এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

মাইক রায়ান জানান, সবার মাস্ক পরার উল্লেখযোগ্য কোনো সুবিধা আছে এমন কোনো প্রমাণ আমরা পাইনি। বরং মাস্ক ঠিকমতো না পরা ঠিকমতো ফিটিং না হবার কারণে বরং উল্টো ফল আসতে পারে।

সবাই মাস্ক পরতে চাওয়ায় বিশ্বজুড়ে মাস্কের সংকট দেখা দিয়েছে, যা স্বাস্থ্যসেবায় নিয়োজিতদের বাড়তি হুমকির মুখে ফেলেছে। বলেন, মি. রায়ান।

সেখানে সংস্থাটির সংক্রামক রোগ বিষয়ক বিশেষজ্ঞ ডা. মারিয়া ফন করকোভে জানান, যাদের বেশি দরকার তাদেরই মাস্ক পরায় গুরুত্ব দিতে হবে। এক্ষেত্রে সর্বাগ্রে থাকবেন স্বাস্থ্যকর্মীরা।

শেয়ার করুন