আওয়ামী লীগ সোনার মানুষ তৈরির কারখানা: কাদের

আওয়ামী লীগকে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণের সোনার মানুষ তৈরির কারখানা বলে আখ্যায়িত করেছেন দলটির সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

আর সেই সোনার বাংলা গড়তে আওয়ামী লীগ প্রচলিত ঐতিহ্যের সঙ্গে আধুনিক প্রযুক্তির সমন্বয় করবে বলেও জানান তিনি।

শুক্রবার গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি কমপ্লেক্সে সাংবাদিকদের এ সব কথা বলেন ওবায়দুল কাদের।

জাতির জনকের সমাধিতে আওয়ামী লীগের নবনির্বাচিত কেন্দ্রীয় কমিটির শ্রদ্ধা জানাতে টুঙ্গিপাড়ায় আসেন দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ কেন্দ্রীয় নেতৃত্ব ও উপদেষ্টা পরিষদের সদস্যরা। সরকার প্রধান হিসেবে জাতির জনকের সমাধিতে শ্রদ্ধা নিবেদনের পর দলীয় নেতাদের নিয়ে দ্বিতীয় দফা শ্রদ্ধা জানান তিনি।

ওবায়দুল কাদের বলেন, আমাদের নেত্রী বঙ্গবন্ধু-কন্যা শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণই আমাদের লক্ষ্য। এ লক্ষ্যে ট্র্যাডিশনের সঙ্গে টেকনোলজি, আইডিয়ালিজমের সঙ্গে রিয়ালিজমের সুন্দর সমন্বয় করে সোনার বাংলা বিনির্মাণের চূড়ান্ত লক্ষ্য অভিমুখে আমরা উন্নয়নের মহাসড়ক ধরে এগিয়ে যেতে চাই।

তিনি বলেন, জাতীয় সম্মেলনের পর আমরা জাতির জনকের সমাধিসৌধ ও জন্মস্থান টুঙ্গিপাড়ায় এসেছি। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনা বাংলা বিনির্মাণে সোনার মানুষ তৈরির কারখানা হিসেবে আওয়ামী লীগকে সময় যুগের চাহিদা অনুযায়ী নতুন মডেলে আমরা ঢেলে সাজাব।

শেয়ার করুন